Last Updated on July 3, 2023 12:52 PM by Khabar365Din
ফ্রানৎস কাফকা
(জন্ম ৩ জুলাই, ১৮৮৩ ■ প্রয়াণ ৩ জুন, ১৯২৪)

জার্মান ভাষায় উপন্যাস এবং ছোট গল্প লেখক। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত। তাঁর অধিকাংশ কাজগুলো যেমন দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল এবং দ্য কাসল ইত্যাদিতে আমরা পাই বিচ্ছিন্ন মূল চরিত্রদের । এলিয়েনেশন বা বিচ্ছিন্নতাবোধ, অস্তিত্ববাদী দুর্ভাবনা, অপরাধবোধ এবং
অযৌক্তিকতার ঘেরাটোপে এইসব চরিত্ররা ঘুরে বেড়ায়। কাফকার এই বর্ণনা এতটাই প্রভাবিত করে মানুষদের যে এই পরিস্থিতিকে সংজ্ঞায়িত করা হয় কাফকায়েস্ক শব্দ দিয়ে যা এখন অভিধানে ঢুকে পড়েছে।
প্রাগ শহরের এক জার্মান বলিয়ে চেক ইহুদি পরিবারে তাঁর জন্ম। তিনি আইন নিয়ে পড়াশোনা এবং প্রশিক্ষণ নেন এবং এক ইন্স্যুরেন্স সংস্থায় চাকরি করেন। তাঁর সারা জীবন তিনি কয়েকশ চিঠি লেখেন বন্ধু-আত্মীয় পরিজনদের। বহু মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু কাউকেই বিয়ে করেননি। মাত্র ৪০ বছর বয়সে তিনি নিঃসঙ্গ অবস্থায় যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি প্রচুর লিখতে পারতেন। যখনই সময় পেতেন লিখতে বসে যেতেন। অনেক সময় তিনি রাত জেগে লিখতেন। নিজের প্রতিভার ব্যাপারে অসম্ভব সন্দেহ থাকায় তিনি তাঁর মোট লেখার ৯০% পুড়িয়ে ফেলেছেন বলে জানা যায়। এমনকী তিনি তাঁর কাছের মানুষদের উইল করে বলে গিয়েছিলেন তাঁর অসম্পূর্ণ লেখা এবং তাঁর উপন্যাসগুলি নষ্ট করে ফেলতে। ভাগ্যিস তাঁর লিটেরারি এক্সিকিউটার তাঁর সেই অনুরোধ রাখেননি,তাই দ্য ট্রায়াল, দ্য কাসল ইত্যাদি পরে আমরা পেয়েছি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাঁর লেখা জনপ্রিয় হতে শুরু করে।
অমিত কুমার
(জন্ম ৩ জুলাই, ১৯৫২ )

বিখ্যাত বাঙালি গায়ক। তিনি বিখ্যাত গায়ক-অভিনেতা কিশোর কুমার এবং গায়িকা-অভিনেত্রী রুমা গুহঠাকুরতার পুত্র। তিনি বহু হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন, পিতার পরিচালিত ছবি দূর গগন কি ছাঁও মে এবং দুর কা রাহি-তে অভিনয়ও করেন।
কিশোর-রুমার বিচ্ছেদ হওয়ার পর অমিত মায়ের সঙ্গে কলকাতায় থাকতেন। ছোট বেলা থেকেই তিনি গান গাইতেন। এক দুর্গাপুজোয় তিনি কিছু সিনেমার গান গেয়েছিলেন। এই খবর পাওয়ার পর রুমা কিশোরকে জানালে তিনি অমিতকে বম্বে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
১৯৭০ সাল থেকে অমিত কুমার হিন্দি ছবিতে গান গাইতে শুরু করেন। বালিকা বধু ছবিতে তাঁর গাওয়া গান বড়ে আচ্ছে লাগতে হ্যায় আজও
জনপ্রিয়।
টম ক্রুজ
(জন্ম ৩ জুলাই, ১৯৬২ )

বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তিনবার অস্কার নমিনেশন পেয়েছেন এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন।
তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু হয় ১৯ বছর বয়সে এন্ডলেস লাভ (১৯৮১) ছবি দিয়ে। বেশ কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করার পর তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন রিস্কি বিজনেস ছবিতে। টপ গান নামের অ্যাকশনধর্মী ছবি করার পর তিনি তারকা হয়ে ওঠেন।
১৯৯৫ থেকে শুরু হওয়া ২০১৮ পর্যন্ত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির ৬টি ছবিতেই তিনি ইথান হান্ট নামের চরিত্রে অভিনয় করেছেন।
তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য কালার অফ মানি, রেইন ম্যান, জেরি ম্যাগিউয়ের ,মাইনরিটি রিপোর্ট, জ্যাক রিচার, টপ গান ম্যাভেরিক ইত্যাদি।