Happy Birthday

0

Last Updated on June 15, 2023 11:00 PM by Khabar365Din

সুরাইয়া
(জন্ম ১৫ জুন ১৯২৯ প্রয়াণ ৩১ জানুয়ারি ২০০৪)

বলিউড সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা। তিনি কাজে সক্রিয় ছিলেন ১৯৩৬ থেকে ১৯৬৩ পর্যন্ত। ১৯৪০ -এর দশকে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় তারকা। কিন্তু তাঁর এই জনপ্রিয়তায় ভাগ বসান মধুবালা এবং নার্গিস। তাঁরা জনপ্রিয়তায় তাঁকে হারিয়ে দেন। তাঁর দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে তিনি অভিনয় করেন ৬৭ টি ছবিতে এবং সেই সময়ে ৩৩৮ টি গান গেয়েছেন। তিনি তার নিজের প্লেব্যাক নিজেই করেছেন। এবং এই কাজটা তিনি করেছেন ১৯৪২ সালে নঈ দুনিয়া ছবি থেকে। ১৯৩৬ সালে মাদাম ফ্যাশন ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। কিন্তু নায়িকা হিসেবে তাঁর প্রথম কাজ তাজ মহল (১৯৪১) ছবিতে। তাঁর জন্ম লাহোর শহরে। তাঁর যখন এক বছর বয়স তখন তাঁরা মুম্বই চলে আসেন। দেব আনন্দ -এর সঙ্গে তাঁর একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল।দেব চেয়েছিলেন তাঁকে বিয়ে করতে। কিন্তু সুরাইয়া প্রথমে রাজি হয়েও, পরে সরে আসেন। সুরাইয়ার ঠাকুমা এই বিয়েতে বাদ সেধেছিলেন, কারণ তিনি চাননি হিন্দু এবং মুসলমানের বিয়ে হোক।


নিকোলাস পৌসিন
(জন্ম ১৫ জুন ১৫৯৪ প্রয়াণ ১৯ নভেম্বর ১৬৬৫)

ক্লাসিকাল ফ্রেঞ্চ বারোক শৈলীর প্রথম সারির পেইন্টার।অথচ, তিনি তাঁর কাজের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন রোম শহরে। তাঁর অধিকাংশ কাজের বিষয় ছিল ধর্মীয় এবং পৌরাণিক। এই সব ছবি তিনি এঁকেছিলেন খুব সামান্য সংখ্যক ইতালিয়ান এবং ফরাসি সংগ্রাহকদের জন্য। মাঝে কিছু সময়ের জন্যে তিনি প্যারিস ফিরে আসেন ফার্স্ট পেইন্টার টু দ্য কিং-এর দায়িত্ব পালন করতে। খুব দ্রুতই ফিরে আসেন রোম শহরে। পরের দিকের কাজে তাঁর পেন্টিংয়ে ল্যান্ডস্কেপ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিংশ শতাব্দী পর্যন্ত ক্লাসিকাল ঘরানার শিল্পীদের উপর তাঁর প্রভাবই বেশি ছিল। ১৬৪০ সালে তাঁকে ফ্রান্সে ফিরিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ তৈরি হয় রাজার প্রথম পেইন্টার হিসেবে কাজ করার প্রস্তাব দিয়ে। কিন্তু কাজের চাপ তাঁর পছন্দ না হওয়ায় তিনি আবার ফিরে যান রোমে এবং এবার স্থায়ীভাবে। তাঁর শেষের দিকের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে উল্লেখ যোগ্য হল ওরিয়ন ব্লাইন্ডেড সার্চিং ফর দ্য সান, ল্যান্ডস্কেপ উইথ হারকিউলিস অ্যান্ড ক্যাকাস এবং দ্য সিজনস। এছাড়া ডেথ অফ দ্য ভার্জিন, মোজেস লেফট বাই দ্য রিভার, রিনাল্ডো অ্যান্ড আমিডা ইত্যাদি।


স্যাম জিয়ানকানা
(জন্ম ১৫ জুন ১৯০৮ প্রয়াণ ১৯ জুন ১৯৭৫)

আমেরিকার কুখ্যাত গুণ্ডা। ১৯৫৭ থেকে ১৯৬৬ পর্যন্ত তিনি ছিলেন শিকাগো আউটফিট দলের বস। শিকাগো শহরে আসা এক ইতালিয়ান উদ্বাস্তু পরিবারে তাঁর জন্ম। কিশোর বয়সেই তিনি ৪২ গ্যাং-এ যোগ দেন। অরগ্যানাইজড ক্রাইমের সঙ্গে তাঁর পরিচয় হয়ে যায় এবং দ্রুত তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৩০ এর দশকের শেষের দিকে তিনি শিকাগো আউটফিট দলের সঙ্গে যোগ দেন। ১৯৪০ থেকে শুরু করে তিনি বেআইনি জুয়া খেলা, বেআইনি মদের ব্যবসা এবং লুইসিয়ানায় রাজনৈতিক দলবাজির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে। নেন। এর বাইরে আফ্রিকান-আমেরিকান লটারির টাকার নিয়ন্ত্রণও নিজের হাতে রাখেন ১৯৪০-এর দশকের মাঝামাঝি। ১৯৫৭ সালে তিনি হয়ে ওঠেন শিকাগো আউটফিট দলের বস। অনেকেই বিশ্বাস করেন তাঁর এবং মাফিয়া দলের যোগ রয়েছে জে এফ কেনেডির নির্বাচনে জয়ের পিছনে। ১৯৬০-এর দশকে সিআইএ তাঁকে নিয়োগ করে কিউবান নেতা ফিদেল কাস্ত্রো -কে খতম করার জন্য। কনসপিরেসি তাত্ত্বিকরা এটাও মনে করেন কেনেডি হত্যাতেও তাঁর এবং মাফিয়া নেতা স্যানটো ট্র্যাফিকাস্তে এবং ক্যারিঅস মারচেললো-র যোগসাজস রয়েছে। আদালত অবমাননা করার জন্য তাঁর এক বছরের জেল হয়। জেল থেকে বেরিয়ে তিনি পালিয়ে যান মেক্সিকো। ১৯৭৪ সালে তিনি ফিরে আসেন শিকাগো। ১৯৭৫ সালের ১৯ জুন ইলিনয় শহরে তাঁকে খুন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here