Last Updated on October 4, 2020 11:42 AM by Khabar365Din
৩৬৫ দিন। আজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করছে ফুলবাগান মেট্রো। ভার্চুয়াল ভাবেই উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এদিন দুপুর ৩টের সময় এর সূচনা করে হবে বলেই জানা গেছে। এটি প্রথম ভুগর্ভস্থ স্টেশন ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। কারণ সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত লাইন ছিল মাটির উপরে। তাই এই প্রথম সুড়ঙ্গে প্রবেশ করবে স্টেডিয়াম থেকেই। সেক্টর ভাইভ থেকে ফুলবাগান যেতে ভাড়া ২০টাকা। সময় লাগবে ১৬ মিনিট। মেট্রো স্টেশনের সমস্ত ব্যবস্থাই ঘুরে দেখেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। শনিবারই তিনি যান এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন।গত ১৮ জুন ফুলবাগান স্টেশন পরিদর্শন করে। তারপরেই তিন মাসের মধ্যে পরিষেবা শুরুর অনুমতি দেন রেলওয়ে সেফটি কমিশনার। তবে করোনার জন্য পরিস্থিতিতে আর চালু হয়নি। তবে সোমবার থেকে ফুলবাগান ছুটবে ট্রেন। লকডাউনের মধ্যে বন্ধ হয়ে যায় সমস্ত ট্রেন পরিষেবা। তবে নতুন করে চালু হয় মেট্রো। কিন্তু এখনও পর্যন্ত তেমন যাত্রীর দেখা মেলেনি। কমে গেছে যাত্রী সংখ্যা। সাজানো হয়েছে মেট্রো স্টেশন।
একদম পোষাচ্ছেনা। প্রতিদিন সকালে খবর 365 দিনের পোর্টাল খুলি কিছু মূল্যবান খবর পাওয়ার আশায় কিন্তু মাত্র দু থেকে তিনটি নতুন খবর, যার মধ্যে রাজনৈতিক খবর হয়তো মাত্র একটা। লকডাউনের আগে পর্যন্ত যে 365 দিন কিনেছি, দেখেছি বুলেটিন হয়ে যাওয়ার পর তার শীর্ণকায় চেহারা দেখে হতাশ হয়ে যাচ্ছি। এখন নতুন ফরম্যাটে পুরনো খবরগুলো দেখার সুযোগ পেলেও নতুন খবরের সংখ্যা খুবই কম। 365 দিনের জ্বালাময়ী ব্যতিক্রমী রাজনৈতিক খবরগুলো বাংলার বাম রাম অশুভ শক্তির বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় লড়াইয়ের ছিল হাতিয়ার। কিন্তু আজকাল 365 দিন শীর্ণকায় দুর্বল হয়ে পড়ায় সে লড়াইও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কেন এমন হলো? কন্টেন্ট না পেলে সিপিএম বিজেপির মুখোশ খুলতে দুচার বছর আগেকার পুরনো খবরগুলো একটা সিরিজ হিসাবে ফের ছাপা হলেও ভালো হবে, ইতিহাসের পটে সাম্প্রতিক এধরনের কোনো বিভাগ করে। ধন্যবাদ।