আজ রাতেই সুশান্তের ফ্ল্যাটে তার মৃত্যুর দিনের সমস্ত ঘটনার পুননির্মাণ করবে সিবিআই

0

Last Updated on August 31, 2020 11:33 AM by Khabar365Din

৩৬৫ দিন: মুম্বাই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগের রাত অর্থাৎ 13 ই জুন থেকে 14 ই জুন বিকেল তিনটে পর্যন্ত তার অ্যাপার্টমেন্টের কে কোথায় ছিলেন এবং কি কি ঘটনা ঘটেছিল তা নিয়ে এখনও পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। তার জন্য সুশান্তের ফ্লাটের রাধুনী নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে নিয়ে বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টে পৌঁছালো সিবিআইয়ের একটি দল। মূলত 13 তারিখ রাত থেকে 14 জুন বিকেল তিনটে নাগাদ সুশান্তের দেহ উদ্ধার করা পর্যন্ত সেখানে কি ঘটেছিল এবং তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের যে সমস্ত পরস্পর বিরোধী বয়ান উঠে আসছে, সেগুলোই যাচাই করে দেখতে চাইছে সিবিআই গোয়েন্দারা। এদিন সাতটি গাড়িতে সিবিআইয়ের টিম হাজির হয় সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টে। যাঁদের সঙ্গে রয়েছেন AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর থেকে তার ফ্ল্যাট থেকে যে সমস্ত নমুনা ফরেনসিক বিশেষজ্ঞরা সংগ্রহ করেছিলেন তার মধ্যে শরবত এর গ্লাস পাওয়া যায়নি। একই সঙ্গে ময়নাতদন্তের পরেও তার ভিসেরা রিপোর্ট সিবিআই এখনো হাতে পায়নি। শুধু তাই নয় কুপার হাসপাতালে যে পাঁচজন চিকিৎসক সুশান্তের ময়না তদন্ত করেন তার অটোপসি রিপোর্টে সুশান্তের মৃত্যুর সময় লেখা হয়নি কেন তা নিয়েও ইতিমধ্যেই চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছে সে বিয়াই এর তদন্তকারীরা।
গতকালের পর আজ সকাল থেকেও সুশান্তের রাঁধুনি নীরজকে জেরা করছিল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী অফিসার। মুম্বই পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী ১৪ জুনের সকালে শেষ নীরজের সঙ্গেই কথা বলেছিলেন সুশান্ত। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করেন সুশান্ত। আজ সকালে সুশান্তের ফ্ল্যাটযমেট তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকে সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউজে জেরা করেছে সিবিআই টিম। জিজ্ঞাসাবাদ করা হয়েছ সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here