ইংরেজবাজারের ভাজপা বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ‘নিখোঁজ’থানায় অভিযোগ তৃণমূলের

0

Last Updated on November 25, 2021 4:10 PM by Khabar365Din

৩৬৫ দিন।  হারিয়ে গিয়েছেন ইংরেজবাজারের ভাজপা বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁকে খুঁজে দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানালো ইংরেজবাজার তৃণমূল ছাত্র যুব কমিটির নেতাকর্মীরা। পাশাপাশি ভাজপা বিধায়কের সন্ধান পেতেই মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় মানববন্ধন করলো তৃণমূলের ওই ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা। এদিন ভাজপা বিধায়ককে খুঁজে দেওয়ার দাবিতে এমন কর্মসূচি পালন করেন তৃণমূলের ইংরেজবাজার ছাত্র-যুব শহর কমিটির সদস্যরা।

তৃণমূলের অভিযোগ , বিধানসভা নির্বাচনের পর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু ইংরেজবাজারের ভাজপা বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর দেখা মানুষ পাচ্ছে না সাধারণ মানুষ । বিধায়কের কাছে কিভাবে দেখা করবেন, কোথায় গেলে বিধায়কের দেখা মিলবে সে ব্যাপারে কিছু বুঝতে পারছেন না মানুষ। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করে ইংরেজবাজারের মানুষ যে হারে হারে ভুল করেছেন , তা এখন টের পাচ্ছেন। বিধায়কের দেখা পাওয়ার জন্যই মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই এদিন তৃণমূলের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে নিখোঁজ হয়ে যাওয়ার একটি অভিযোগ আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে জানিয়েছি। আমরা চাই বিজেপি বিধায়ককে খুঁজে বার করুক প্রশাসন । আসলে উনি এখন নিরুদ্দেশ। ইংরেজবাজার তৃণমূল ছাত্র-যুব কমিটির আহ্বায়ক অর্পণ সেন জানিয়েছেন, ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গত কয়েক মাস ধরে কোন খোঁজ নেই । তার দেখা পাচ্ছেন না সাধারণ মানুষ । কাজকর্ম তো দূরের কথা। বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ককে জয়ী করে যে ভুল মানুষ করেছে, তার অনুশোচনা এখন এই বিধানসভা কেন্দ্রের মানুষদের মধ্যে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here