Last Updated on September 14, 2020 7:44 PM by Khabar365Din
365 দিন। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা,বিজেপির মিথ্যাচার,শান্ত বাংলাকে অশান্ত করার প্রতিবাদে সোমবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। চন্দ্রকোনারোড শহর প্রদক্ষিণ করে শহরের রিং রোডে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়।এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমমেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই রতন ব্যানার্জি প্রমূখ। বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী সরকার, বাংলার উন্নয়ন চায়না, বাংলার মানুষের ভালো চায়না, বাংলার মানুষের ক্ষতি চাই। তাই সর্বস্তরের মানুষকে বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তিনি আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। মেদিনীপুর শহরে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রণব বসু, বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা,মৌ রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। শালবনিতে নেতৃত্ব দেন নেপাল সিংহ,সন্দীপ সিংহ সহ আরো অনেকে। দাসপুরে নেতৃত্বদেন বিধায়ক মমতা ভুঁইয়া,চন্দ্রকোনায় নেতৃত্বদেন বিধায়ক ছায়া দোলুই। পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি পৌর এলাকায় এবং প্রতিটি ব্লকে সোমবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, জেলার প্রতিটি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে। প্রচুর মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আগামী ২০ সে সেপ্টেম্বর জেলাজুড়ে এই কর্মসূচি পালন করা হবে।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের কর্মসূচি হয় কোচবিহারের তুফানগঞ্জে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলটি শহর পরিক্রমা করে। পরে 5নং ওয়ার্ডে দোলমেলা ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করলো মালদা জেলা তৃণমূল নেতৃত্ব । সোমবার দুপুরে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক নিহার ঘোষ, তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার, জেলা মহিলা তৃণমূল নেত্রী চৈতালি সরকার প্রমূখ।