দর্শক ভর্তি মাঠে প্রিমিয়ার লিগের ফ্রেন্ডলি ম্যাচ

0

Last Updated on August 30, 2020 12:03 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষজ্ঞদের সর্তকতাকে উপেক্ষা করে মুনাফার লোভে এবং স্পন্সরদের চাপে গত আড়াই মাস ধরেই গোটা ইউরোপে জুড়ে চলছে ফুটবল। তাতেও সংক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। ড্রেসিং রুমেও ঢুকে পড়েছে করোনা। প্রতিদিনই ইউরোপের নামিদামি ক্লাবের ফুটবলারদের সংক্রমনের খবর সামনে আসছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এবার মাঠে দর্শক আনার আয়োজন শুরু করে দিলো ব্রিটিশ প্রশাসন। শনিবার চেলসি বনাম ব্রাইটনের মধ্যে প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই তার স্টেজ রিহার্সাল শুরু হয়ে গেল। মার্চের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের স্টেডিয়ামে আবার ম্যাচ দেখতে দর্শকদের অনুমতি দেওয়া হল। শনিবার অ্যামেক্স স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিল প্রায় আড়াই হাজার দর্শক। ম্যাচ যদিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কিন্তু ইংল্যান্ডসহ ইউকেতে করোনার প্রকোপ এখনও মারাত্মক। শুধু ইংল্যান্ডেই প্রায় তিন লাখ মানুষ করোনা আক্রান্ত। লন্ডনে সংখ্যাটা প্রায় চল্লিশ হাজার। তারপরও মাঠে দর্শক আসার অনুমতি প্রশাসন দেওয়ায় স্তম্ভিত সকলেই। উদ্বিগ্নও। যদিও এই ম্যাচের আগে টুইটারে মাঠে আসতে ইচ্ছুক ফুটবল ভক্তদের জন্য বেশকিছু স্বাস্থ্যসুরক্ষা বিধি বলে দেওয়া হয়েছিল। ব্রাইটন ক্লাবের পক্ষ থেকে দর্শকদের গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে গ্যালারিতে বসে খাওয়া এবং জল পানের সময় মাস্ক পরার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু নিয়মগুলো ওই কাগজে-কলমেই রয়ে গেছে। পরিষ্কার দেখা গেছে, খেলা চলাকালীন কোনও দর্শকের মুখেই মাস্ক ছিল না। এরপরই এই নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছে। তাদের যুক্তি এত দর্শকের মধ্যে সামাজিক সুরক্ষা বিধি মানা কোনও মতেই সম্ভব নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মরশুম শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে। তখন মাঠে সামাজিক সুরক্ষা বিধি মেনে সংক্রমণের ঝুঁকি কমিয়ে মাঠে দর্শকদের আনার পরিকল্পনা করা হচ্ছে। তাতে উদ্বিগ্ন সকলেই। বিশেষজ্ঞদের মতে এতে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু প্রশাসন, ক্লাবগুলোর তাতে কী যায় আসে! তাদের কাছে জীবনের থেকে টাকা বেশি গুরুত্বপূর্ণ। তাই ব্রাইটনের কোচ গ্রাহাম পটার শনিবার দর্শকদের উপস্থিতিতে ম্যাচ খেলতে পেরে উচ্ছ্বসিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here