Last Updated on August 29, 2020 10:55 AM by Khabar365Din
৩৬৫ দিন। নীল পিপিইর সমুদ্রে কেবিসির যাত্রা শুরু হল। কেবিসি ২০২০ নিয়ে এমনটাই নিজের ব্লগে লিখেছেন বিগবি। কুড়ি বছরে পা দিল জনপ্রিয় শোটি। করোনা যুদ্ধে জিতে ফের নিজের সিগনেচার শোর কাজ শুরু করতে পেরে রীতিমতো উচ্ছসিত অমিতাভ বচ্চন। তিনি বলেন, এ বছর অন্যান্য সিজনের চেয়ে সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছে যেন শ্যুটিং নয়, বিরাট কোনও গবেষণা চলছে। কেউ কাজের কথা ছাড়া একটা বাড়তি শব্দও খরচ করছে না। তবে শ্যুটিং ঠিক কোথায় হচ্ছে, সেটা বলেননি অমিতাভ। শুধু লিখেছেন, উই আর ইন রাইট প্লেস, উইথ রাইট পিপল। খুব সতর্কতা মেনেই শ্যুট করা হচ্ছে শো, তা কয়েকটি ছবি সামনে আসতেই বোঝা যায়। প্রযোজকেরা জানিয়েছেন, গোটা শোটি অনলাইনে হবে। অর্থাৎ স্ক্রিনিং থেকে গেম, সবটাই ডিজিটাল। অমিতাভ মজার ছলে সেটে বারবার নাকি বলছেন, প্যান্ডেমিক মেড আস ডিজিটাল।