প্যারিসের রাস্তায় মাস্ক বাধ্যতামূলক করল ফ্রান্স সরকার

0

Last Updated on August 30, 2020 2:01 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার প্যারিসের রাস্তায় মাস্ক বাধ্যতামূলক করল ফ্রান্স সরকার। গত ২৪ ঘণ্টায় প্যারিসে নতুন করে ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত মে মাসের পর থেকে সর্বোচ্চ। লকডাউন খোলার পর এই প্রথম এত বেশি সংখ্যক মানুষ কোভিডি-১৯’এ সংক্রমিত হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপর নির্দেশ হয়, প্যারিসের রাস্তায় বেরোলেই মাস্ক পরতে হবে সমস্ত নাগরিকদের। এটা বাধ্যতামূলক। শুক্রবার সকাল ৮টা থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে সমগ্র প্যারিসে। এই মুহূর্তে ভালোবাসার এই শহর ফ্রান্সের ২১টি রেড জোনের মধ্যে অন্যতম। মূলত জনসমাগম এলাকায় মাস্ক নিয়ে অসচেতনতা দেখানোর ফলেই নতুন করে নোভেল করোনা ভাইরাস প্যারিসে থাবা বসিয়েছে বলে মনে করছে সরকার। আর তাই এবার সমস্ত জনবহুল স্থানে, দোকানে, শপিং প্লেস, গণপরিবহণ মাস্ক বাধ্যতামূলক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here