Last Updated on September 10, 2020 8:56 AM by Khabar365Din
৩৬৫দিন। করোনা পরিস্থিতি মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরোও ঢেলে সাজাতে ৬৪২ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও বুধবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পরে এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ৭৫ টি হাসপাতালের জন্য ৪৮৫টি মেডিকেল টেকনোলজিস্ট পদ তৈরি করা হলো। অন্যান্য হাসপাতাল গুলোর ক্রিটিক্যাল কেয়ারের জন্য আরও ১৫৭টি একই পদ তৈরি করা হয়েছে। মোট ৬৪২ জনের নিয়োগের পথ প্রশস্ত হল।
রাজ্যে শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম চালু করেছিলেন। রাজ্য অনুমোদিত ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলোতে শিল্প স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বেশকিছু আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে এই স্কিমে। তবে প্রকল্পের মেয়াদ ২০১৯-এর সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই ইনসেনটিভ স্কিমের মেয়াদ আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের সুফল স্বরূপ রাজ্যে ১৩০০ হেক্টর জমির উপর ১৪টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। কর্মসংস্থান হয়েছে অন্তত লক্ষাধিক মানুষের। এদিন স্বরাষ্ট্র সচিব জানান, আগামী দিনে এরকম আরোও ১০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।