Last Updated on August 30, 2020 1:52 PM by Khabar365Din
৩৬৫দিন। দেশের ফেডারেল কাঠামোকে ভেঙে দিয়ে কেন্দ্রীয়করণ করার কৌশলগত চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। রবিবার অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন। করোনা মহামারীকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অ্যাক্ট অফ গড বা দৈব দুর্বিপাক বলে অজুহাত দেখিয়ে রাজ্য গুলোকে জিএসটির ক্ষতিপূরণ না দেওয়ার ঘোষণা করেছেন। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই রবিবার অমিত মিত্র বলেন,”রাজ্যগুলোর উপর বিশাল ধাড়ের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বলছে তোমরা ধার নাও। এটা একটা কৌশলগত চেষ্টা। এর ফলে একদিকে যেমন ফেডারেল কাঠামোয় আঘাত হবে তেমনি রাজ্যগুলোর অর্থনীতি ভেঙে পড়বে। তারপরেই কেন্দ্রীয়করণ করবে।” রাজ্যগুলোকে আগামী পাঁচ বছর জিএসটি ক্ষতিপূরণ বাবদ কেন্দ্র অর্থ সাহায্য দেবে বলে সংসদে বিবেচিত হয়েছিল। এখন টাকা নেই বলে রাজ্য গুলোকে জিএসটির ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে কেন্দ্র। উল্টে রাজ্য গুলোর সামনে দুটো বিকল্প খাঁরা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে টাকা কেন্দ্র দিতে পারছে না, হয় সেটুকু তারা বাজার থেকে ধার করুক। অথবা জিএসটি থেকে যতখানি আয় কমেছে, তার পুরোটাই ধার করুক। অমিত মিত্র এদিন প্রশ্ন তুলেছেন, তাহলে কেন্দ্র কেন আরবিআই থেকে ওই টাকা ধার নিয়ে রাজ্য গুলোকে দিচ্ছে না। কেন রাজ্যগুলোর কাঁধে ধারের বোঝা চাপাচ্ছে? রাজ্যের অর্থমন্ত্রীর অভিযোগ,চলতি বছর শুধু জিএসটি করে প্রতারণা হয়েছে ৭০,০১৮ কোটি টাকা। কেন কোনো তদন্ত হলো না বলে প্রশ্ন তুলে অমিত মিত্রের বিদ্রুপ, আসলে “অ্যাক্ট অফ গড” নয় ওটা হবে “অ্যাক্ট অফ ফ্রড”। করোনা মহামারী যদি দৈব দুর্বিপাক হয়, তাহলে নোট বন্দিও কি অ্যাক্ট অফ গড?