Last Updated on September 16, 2020 11:58 PM by Khabar365Din
৩৬৫ দিন: মেজাজটাই আসল রাজা, আমি রাজা নয়। এই আপ্তবাক্যটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে পুরোপুরি সত্যি। তিনি কখন কি করবেন কেউ জানে না। কখনো নিজের হোটেল ছেড়ে দেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে। কখনো প্যালেস্টাইনের শিশুদের প্রচুর অর্থ দান করেন। আবার কখনো কাস্টমাইজড গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দেন দুনিয়াকে। বেলী ফুলের মালা পরিয়েও প্রেমিকাকে বিয়ে করতে পারে দরিদ্র প্রেমিক। আবার যাদের প্রচুর টাকা আছে, তাদের সব কার্যকলাপেই ধনাঢ্য ভাব প্রকট হয়ে ওঠে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবলার। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে দেওয়া তার এনগেজমেন্ট রিংয়ের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে। বান্ধবী জর্জিয়ান রদ্রিগেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রোনালদোর। তাদের চার সন্তানও আছে। রোনাল্ডোর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবার সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তারা। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সম্প্রতি বান্ধবী জর্জিয়ানকে এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো। এদেশে ৪ ডিজিটের মাঝেই অনেক রিং পাওয়া যায়। কিন্তু রোনাল্ডোর প্রেমিকা বলে কথা। তাদের সেই এনগেজমেন্ট রিংয়ের দাম কত জানেন?
এক ব্রিটিশ সংবাদপত্রে দাবি, এনগেজমেন্ট রিংটির দাম প্রায় ৬ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৬ কোটি টাকা! ওই সংবাদপত্রে আরও দাবি করা হয়েছে, গত মাসে ফ্রান্সের এক সৈকত এলাকায় ছুটি কাটাতে গিয়েছিলেন রোনাল্ডো। সেখানেই তিনি বান্ধবীকে এই রিংটি উপহার দেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি এবং ভিডিও পোস্ট করেছেন জর্জিয়ানা। সেখানে তার হাতে রিংটি দেখা যাচ্ছে। হাতে ধরা আছে একটি গোলাপও। সম্প্রতি রোনাল্ডো জানিয়েছিলেন জর্জিনা তার জীবনে আসার পর থেকে তিনি জীবনের মানে বুঝতে শিখেছে না আরো ভালো করে।