Last Updated on August 29, 2020 11:12 AM by Khabar365Din
৩৬৫ দিন। এই দুঃসময়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সংসারে সুখবর। এই সেলিব্রিটি কাপলের জীবনে সত্যিই আসছে নতুন অতিথি। বিরাট নিজেই সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন। বাবা হওয়ার কথা ঘোষণা করতে গিয়ে বিরাট লিখেছেন, এবার আমরা তিনজন হব। আগামী জানুয়ারিতেই নতুন অতিথি আসছে। ২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই স্পটলাইট-এর নিচে ছিল। সেলেব্রিটি কাপল হিসাবে তাঁদের জনপ্রিয়া আকাশছোঁয়া। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই অনুষ্কার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। একটা সময় তো অনুষ্কা বিরক্ত হয়ে বলেছিলেন, সন্তানের মা হওয়াটা গর্বের। এমন খবর তিনি বা বিরাট, কেউই লুকিয়ে রাখবেন না। বরং সত্যিই তাঁদের জীবনে নতুন অতিথি এলে তাঁরা আনন্দের সঙ্গে সেই খবর প্রচার করবেন। কথা রেখেছেন কোহলি ও অনুষ্কা। এদিন সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প-এর ছবি পোস্ট করে বিরাট সুখবর দিয়েছেন। নতুন অতিথির আগমন এর সুখবর এবার বিরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য খোলে কিনা তারই অপেক্ষায় ভক্তরা।