বিজেপি ছেড়ে ফের তৃনমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক

0

Last Updated on August 29, 2020 2:42 PM by Khabar365Din

খবর ৩৬৫ দিন -ফের তৃনমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য।  আজ বাঁকুড়ার তৃনমূল ভবনে রাজ্যের মন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে আজ তিনি তৃনমূলে যোগ দেন। ২০১৬ সালে বাম কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেসের টিকিটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তুষার কান্তি ভট্টাচার্য। বিধায়ক হওয়ার পরেই ২০১৬ সালের ২১ জুলাই এর মঞ্চে তৃনমূলে যোগ দেন তিনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর তুষার কান্তি ভট্টাচার্য দিল্লীতে বিজেপির  কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগ দেন। আজ ফের তিনি তৃনমূলে ফিরে আসেন। এদিন তাঁর সাথে তৃনমূলে যোগ দেন তাঁর প্রায় চল্লিশ জন অনুগামী।  তৃনমূলে যোগ দিয়ে তুষার কান্তি ভট্টাচার্য বলেন, আমি তৃনমুলের প্রথম বাঁকুড়া জেলা সভাপতি ছিলাম। অভিমানে একদিন আমি ঘর ছেড়ে চলে গিয়েছিলাম । আমরা রাজনীতিকরা মানুষের জন্য কাজ করি। কিন্তু বিজেপিতে  গিয়ে বুঝলাম সেখানে থেকে মানুষের জন্য কাজ করা যায় না। তাই আজ ফের নিজের ঘরে ফিরলাম। তৃনমূলের প্রতি আমার অভিমান মুছে গেছে। অতীতের মতো ফের আমি মানুষের জন্য কাজ করে যাব। আজ নিজের ঘরে ফিরতে পেরে ভালো লাগছে।  বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্যকে দলে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা। শ্যামল সাঁতরা বলেন, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার লক্ষেই আজ তুষার কান্তি ভট্টাচার্য আমাদের দলে ফিরে এসেছেন। আমরা তাঁকে সম্মানের সাথে আমাদের দলে গ্রহন করেছি। তুষার কান্তি ভট্টাচার্যর বহু অনুগামী আমাদের দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ তাঁদের যোগদান পর্ব স্থগিত রাখা হয়েছে।  আগামীদিনে তাঁরা আমাদের দলে যোগ দিয়ে তৃনমূলকে আরো শক্তিশালী করে তুলবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here