Last Updated on September 7, 2020 7:42 PM by Khabar365Din
রিয়া গ্রেফতারির জন্য তৈরি। এটা তো তদন্তও হচ্ছে না, বিচারও হচ্ছে না, যা হচ্ছে তা হল খাপ পঞ্চায়েতের মতো হুইচ হান্টিং। কারও কে ভালোবাসা যদি এদেশে অপরাধ হয় তবে রিয়া ভালোবাসার মতো অপরাধের জন্য জেলে যেতে তৈরি। নিরপরাধ হওয়া সত্বেও বিহার পুলিশের করা মামলা অথবা সিবিআই, ইডি বা এনসিবি র করা কোনও কেসের জন্যই রিয়া আগাম জামিনের আবেদন করেননি, করবেন ও না। গোটা দেশ দেখুক, ভালোবাসার শাস্তি জেল।
সতীশ মানেসিন্দে, রিয়ার আইনজীবী