Last Updated on October 6, 2020 3:25 PM by Khabar365Din
৩৬৫দিন। খুন, খুনের চেষ্টা সহ ১৬টি মামলায় অভিযুক্ত ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুন হয়েছেন ১০
বছর আগের পুরনো শত্রুতা থেকেই।মণীশ খুনে ধৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই উঠে এসেছে সিআইডির তদন্তকারীদের হাতে। সোমবারই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে আটক করে। রাতভর তাদের জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় মঙ্গলবার সকালে সিআইডি দুজনকেই গ্রেফতার করে। ধৃতদের নাম মহম্মদ খুররম খান ও গুলাব শেখ।পুলিশের সূত্রে খবর, মণীশ ও খুররমের পুরনো ব্যক্তিগত শত্রুতা প্রায় ১০ বছরের। সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন খুররমের বাবা মোহাম্মদ ইসলাম খান। ২০১০ সালে তিনিও খুন হয়েছিলেন। সেই ঘটনাতেও অভিযুক্তদের তালিকা নাম জড়িয়েছিল মণীশের। প্রতিশোধ নিতেই পেশায় ব্যবসায়ী খুররম মণীশকে খুনের পরিকল্পনা করে বলে মনে করছেন তদন্তকারীরা। খুররম এর জন্য পেশাদার শ্যুটার গুলাব শেখের সাহায্য নেয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রায় মাসখানেক ধরে মণীশ শুক্লর ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। তার গতিবিধি সম্বন্ধে যাবতীয় তথ্য ছিল দুষ্কৃতীদের কাছে। অপারেশনের আগে একাধিকবার এলাকার রেইকি করে তারা। রবিবার খুররমের বাড়িতে বসেই খুনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তদন্তকারীরা জানার চেষ্টা করছে মণীশের প্রতিদিনের গতিবিধি সম্বন্ধে যাবতীয় তথ্য কারা এই দুষ্কৃতীদের গত প্রায় এক মাস ধরে দিচ্ছিল। এর পেছনে মনীশের নিজের দলের লোকের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।