মহেশ মঞ্জরেকরকে ৩৫ কোটি টাকা চেয়ে হুমকি ফোন আবু সালেম গ্যাং এর

0

Last Updated on August 29, 2020 10:57 AM by Khabar365Din

আবু সালেম গ্যাং এর থেকে হুমকি ফোন এলো পরিচালক অভিনেতা মহেশ মঞ্জরেকরের কাছে। তিনি ইতিমধ্যেই মুম্বাইয়ের দাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। গত দু দিন আগে এক অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে এবং ৩৫ কোটি টাকা চাওয়া হয়। অজ্ঞাতপরিচয় ওই বেক্তি নিজেকে আবু সালামের গ্যাং এর লোক বলে দাবি করে। বিপুল অংকের টাকা দাবি করে হুমকি ফোনের এই অভিযোগকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশের আন্টি এক্সটর্শন শাখা।সেই সঙ্গে মহেশের নিরাপত্তার জন্যও বিশেষ বেবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার অফিসার।তাদের তরফ থেকে জানানো হয়েছে গত দশ বছর ধরে মুম্বাইয়ের বুকে টাকা চেয়ে হুমকি ফোন আসার তেমন ঘটনা নেই, যা নয়ের দশকে রোজকার ঘটনা ছিল। নব্বইয়ের মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী আবু সালেমের গ্যাং এর নামে টাকা চেয়ে হুমকি ফোন, কিংবা অপহরণ করে মুক্তিপণ দাবির মতো অসংখ্য মামলা হয়েছে। তবে বর্তমানে জেলে বন্দি অবস্থায় কিভাবে আবু সালেম গোষ্ঠী আবার সক্রিয় হচ্ছে তা ভাবাচ্ছে মুম্বাই পুলিশকে।