Last Updated on December 26, 2020 12:14 AM by Khabar365Din
৩৬৫দিন। ২০১৪ সাল থেকে তাঁর সঙ্গে বিজেপির যােগ, তা দলবদলের প্রথম দিনেই নিজমুখে স্বীকার করে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরই তৃণমূলের তরফে জুটেছে ‘গদ্দার’-এর তকমা। তৃণমূল থেকে কীভাবে বিজেপিকে জেতাতে প্রতি পদে সহযােগিতা করেছিলেন শুভেন্দু এবার সেই গল্পই শােনা গেল সৌমিত্র’র খাঁ এর মুখে। বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দু অধিকারির জনসভায় বক্তব্য রাখতে গিয়েই সৌমিত্র খাঁ ফাঁস করে দেন শুভেন্দুর সঙ্গে বিজেপির যােগসাজোগ’কে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র বলেন, একটা সত্যি কথা বলি। বিজেপিতে যােগ দিয়ে লােকসভার টিকিট পাওয়ার পর আমি একজন তৃণমূল নেতাকেই ফোন করেছিলাম তাঁর নাম শুভেন্দু অধিকারী। ফোনে বলেছিলাম দাদা তুমি আমার এখানে ভােটের প্রচারে এস না। তৃণমূলের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মন্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন। কিন্তু দাদা কথা রেখেছেন। একবারের জন্য প্রচারে বাকুড়া জেলার বিষ্ণুপুরে যাননি। তাই আমি জিতেছি। সৌমিত্র এই কথা বলা মাত্রইমঞ্চে থাকা নেতা কর্মীরা চুপ হয়ে যায়। শুভেন্দু অধিকারীও ঘাবড়ে যান। প্রকাশ্য মঞ্চ থেকে সৌমিত্র যে এইভাবে গােপন তথ্য ফাঁ করে দেবেন তা আন্দাজ করতে পারেননি খােদ শুভেন্দুও। বিষ্ণুপুরের সাংসদের কথাতেই কার্যত স্পষ্ট হয়ে গেছে শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে বিজেপি’কে বাংলায় জায়গা করে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যদিও পরে শুভেন্দু তাঁর বক্তব্য রাখার সময় এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শুভেন্দু নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ২০১৪ সাল থেকেই অমিত শাহের সঙ্গে যােগাযােগ রয়েছে।