Last Updated on September 18, 2020 4:44 PM by Khabar365Din
৩৬৫ দিন: নয়াদিল্লি। আগামী ১৫ দিনের জন্য দুবাইতে নিষিদ্ধ হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। করোনা পরীক্ষা ছাড়াই ভূয়ো করোনা নেগেটিভ সার্টিফিকেট-সহ দুই করোনা আক্রান্তের সন্ধান মেলাতে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ভারতীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের যৌথ তত্ত্বাবধানে বন্দে ভারত মিশনের আওতায় গত কয়েক মাস ধরে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানোর পাশাপাশি ভারত থেকে যারা বিদেশে যেতে চান দ্বিগুণ বা তিনগুণ টাকা দিয়ে টিকিট কেটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে তাদেরকে বিদেশে নিয়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সম্প্রতি দুবাইতে আইপিএলের ম্যাচ দেখার জন্য ভারতের বহু কোটিপতি শিল্পপতি বন্দে ভারত মিশনে নাম লিখিয়ে দুবাই যাচ্ছিলেন কোনরকম করোনা বিধির তোয়াক্কা না করেই। কার্যত করোনা বিধি সঠিকভাবে অনুসরণ না হওয়াতেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে দুবাইতে ২ করোনা আক্রান্তের অবতরণের পর এই চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তার জেরেই দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি গতকাল রাতে নির্দেশিকা জারি করে ভারতের সিভিল অ্যাভিয়েশন অথরিটি এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে জানিয়ে দেয় আজ থেকে ২ অক্টোবর পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর কোন বিমান যেন দুবাই বিমান বন্দরে অবতরণ না করে। বাধ্য হয়েই ইতিমধ্যে দুবাইতে ভারতীয় দূতাবাস এবং ভারতে বিদেশ মন্ত্রকের অনুমতি নিয়ে যে সমস্ত যাত্রী আগামী ১৫ দিনের মধ্যে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন তাদের পৌঁছে দেওয়ার জন্য শারজা বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।