Last Updated on July 20, 2021 3:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। একলাফে মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি হল ২১ শতাংশ। চলতি বছরে মাধ্যমিকের পাশের হার হয়েছে ১০০%। গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৭৯%। এছাড়াও এই প্রথম মাধ্যমিকে মেধা তালিকা প্রকাশ করল না পর্ষদ। কারণ এবারে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭। আর এই নম্বর পেয়ে পাশ করেছেন ৭৯ জন। যে কারণে এবারে মেধা তালিকা প্রকাশ করা হল না। তবে একাদশে ভর্তি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। কারণ স্কুলে এবার কাট অফ মার্কস কত হবে সেই দিকেই তাকিয়ে আছেন ছাত্রছাত্রীরা।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে অভূতপূর্ব উন্নতি করেছে তা চলতি বছরে মাধ্যমিকের রেজাল্ট দিয়েই বোঝা যাচ্ছে। যদি এবারে মাধ্যমিক পরিক্ষা হয়নি কোভিডের কারণে। তবে নবম শ্রেণির প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হয়েছে। আর সেখানেই প্রায় ১১ লক্ষ ছাত্রছাত্রী সবাই উন্নিত হয়েছেন।