Last Updated on March 15, 2022 11:44 AM by Khabar365Din
৩৬৫ দিন। পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে আরও তিনজনকে আটক করা হল। পুলিশের সন্দেহ তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যাকাণ্ডের বিষয়ে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার যুদ্ধের খবর এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত অমিত পণ্ডিতকে জেরা করে বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ।
তাদের খোঁজে সোমবার রাতভর বারুইপুরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এই তল্লাশি অভিযান এই তিনজনকে বারুইপুরে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। যদিও তিনজনের নাম পরিচয় কিছু জানানো হয়নি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃত মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন খুনে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র অমিত ওরফে শম্ভু কোথা থেকে পেয়েছিল। দ্বিতীয় যে বিষয়টি পুলিশ জানার চেষ্টা করছে সেটি হল কে বা কারা তাকে তৃণমূল কাউন্সিলর খুনের ‘সুপারি’ দিয়েছিল। ইতিমধ্যে জেরায় অমিত বেশ কিছু তথ্য দিলেও তাকে আরও জেলার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এখনো বহু জায়গায় মিসিং লিঙ্ক রয়েছে সেগুলি কে এক সুতোয় গাঁথা চেষ্টা করছেন তারা। যে তিন জনকে বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে তাদের জেরা করা হবে। যদি তাদের বয়ানে অসঙ্গতি মেলে তখন প্রয়োজনে অমিতের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাদের জেরা করা হবে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হবে কি না তা ঠিক করবেন তদন্তকারীরা গ্রেপ্তারের পর তাদের নাম-পরিচয় জানানো হবে পুলিশের তরফে। তবে যেভাবে এই হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিণ 24 পরগনার বারাইপুর এর নাম উঠে এলো তা যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের মনে করা হচ্ছে এবং তাদের চক্রান্তের পেছনে ভীন জেলা তো বটেই এমনকি ভীন রাজ্যের যোগ-ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।