Last Updated on September 30, 2021 12:43 AM by Khabar365Din
৩৬৫দিন। এ যেন ভোট নয়, মমতার বিরুদ্ধে যুদ্ধ। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভবানীপুরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে নির্বাচন কমিশন। বিধানসভার ভোটে ভরাডুবির পর এখন ভাজপার একমাত্র টার্গেটে ভবানীপুর উপনির্বাচন। সেই মতো ভবানীপুরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ভাজপার বি টিম নির্বাচন কমিশনও।আগামীকাল ভবানীপুর,সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উপনির্বাচনের জন্য মোট ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে শুধু মাত্র ভবানীপুর কেন্দ্রেই রয়েছে ৩৫ কোম্পানি বাহিনী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ২৮৭টি। কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তৃণমূলের অভিযোগ,২৮৭টি বুথের জন্য প্রায় ৩ হাজারের ওপর জওয়ান নিয়ে আসার হয়েছে, শুধুমাত্র ভোটারদের ভয় দেখনোর জন্য। যাতে সাধারণ মানুষ উৎসবের মেজাজে তাদের ভোট না দিতে না পারে।
ভাজপার হার অবধারিত জেনেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখানো হচ্ছে।কমিশনের তরফে আগে জানানো হয়েছিল, ১৫ কোম্পানি থাকবে ভবানীপুরে জন্য । কিন্তু নির্বাচনের ২৪ ঘন্টা আগে বুধবার ভবানীপুরে আরো ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়। বাকি ৩৭ কোম্পানি থাকছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের উপনির্বাচনে। এদিকে, মঙ্গলবার সন্ধ্যার থেকেই ভবানীপুরের সমস্ত বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে । যা আগামীকাল ভোট শেষ হওয়ার পর রাত ১২ টা অব্দি জারি থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃংখল উপনির্বাচন করতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ ভবানীপুর এবং তার আশপাশ চত্বরজুড়ে নাকা চেকিং করছে। যাতে কোনোভাবেই বহিরাগতরা ভবানীপুর কেন্দ্রে প্রবেশ করে ভোটের সময় অশান্তি পাকাতে না পারে। হরিশ মুখার্জি রোড, এলগিন রোড, শরৎ বোস রোড সহ একাধিক জায়গায় বসিয়ে গাড়ি ও বাইকের তল্লাশি চালানো হচ্ছে।