Last Updated on September 12, 2023 7:33 PM by Khabar365Din
৩৬৫ দিন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার রাজ্য সরকার তথা রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন আচার্য তথা বাংলার রাজ্যপাল। রাজ্য সরকার পোষিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী উপাচার্যদের নাম নিয়ে প্রকাশ্যে ভিডিও বার্তা প্রকাশ করে এবং সোশ্যাল মিডিয়ায় রাজ্য নির্বাচিত সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর পাশাপাশি মিথ্যে অভিযোগ করেছেন পদাধিকার বলে আচার্য। এই মর্মে এবারে যে ৫ পদত্যাগী উপাচার্যদের নাম নিয়েছিলেন রাজ্যপাল তাঁদের চিঠি পাঠালো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা এবং রাজ্য সরকারের উচ্চপদে আসীন আইএস অফিসারদের নিরন্তর হুমকিতে নাকি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রাজ্যের ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমন বিস্ফোরক অভিযোগ করে রীতিমতো ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন বাংলার পদ্মপাল টু জেমস বি বোস। রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিভিন্ন শীর্ষ পদে আসেন আধিকারিকদের পাশাপাশি আইএস অফিসারদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ খোদ রাজ্যপালের মুখ থেকে আসার পরেই তড়িঘড়ি যে ৫ পদত্যাগী উপাচার্যের কথা রাজ্যপাল উল্লেখ করেছিলেন তাদের লিখিতভাবে চিঠি পাঠিয়ে জবাবদিহি তলব করছিল উচ্চশিক্ষা দপ্তর।
অভিযুক্ত আধিকারিকদের নাম এবং যাবতীয় অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ ইমেইল করে উচ্চশিক্ষা দপ্তরের কাছে পাঠাতে নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু কিছুটা প্রত্যাশিতভাবেই পদত্যাগী ৫ উপাচার্যের মধ্যে কারো কাছ থেকেই রাজ্যপালের এই অভিযোগের স্বপক্ষে কোন তথ্য প্রমাণ জমা দেওয়া হয়নি উচ্চশিক্ষা দপ্তরের কাছে। ৭ সেপ্টেম্বর তাঁদের শোকজ নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল, আপনাদেরকে কারা ভয় দেখিয়েছিল পদত্যাগ করতে? রাজ্যপালের কাছে যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে অবিলম্বে তথ্যপ্রমাণ সহ শিক্ষা দপ্তরে জানান।
প্রসঙ্গত গত সাত সেপ্টেম্বর অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার রাজ্যপালের ভিডিও বা তার পরেই সংশ্লিষ্ট ৫ উপাচার্যকে চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যেহেতু তাদের কাছ থেকে রাজ্যপাল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরে ক্ষমতাসীন শীর্ষ আধিকারিক এবং রাজ্যের শীর্ষ আই এস অফিসারদের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন তারা যদি এর স্বপক্ষে উচ্চশিক্ষা দপ্তরের কাছে কোন তথ্য প্রমাণ পেশ না করতে পারেন তাহলে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে গণ্য করার পাশাপাশি গোটা বক্তব্যটি রাজ্য সরকারকে ধরে নেওয়া হবে।
কাদের নোটিশ পাঠিয়েছে শিক্ষা দপ্তর
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে ৫ প্রাক্তন উপাচার্যকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অস্থায়ী উপাচার্য অমিতাভ দত্ত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অস্থায়ী উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অস্থায়ী উপাচার্য চন্দন বসু মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রাক্তন অস্থায়ী উপাচার্য ইন্দ্রনীল মুখার্জি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রাক্তন অস্থায়ী উপাচার্য গৌতম মজুমদার।
কী অভিযোগ করেছিলেন রাজ্যপাল
৭ সেপ্টেম্বর রাজভবন থেকে সিভি আনন্দ বোস বলেন, আমি আচার্য হিসেবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছি। যে পাঁচ জন অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দুঃখজনক। তাঁরা বলেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ভয় পাচ্ছেন। শিক্ষা মন্ত্রক থেকে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আমি কাউকে পদত্যাগ করতে বলিনি। যে ৫ জন উপাচার্য পদত্যাগ করেছেন, তাঁরা বলেছিলেন, তাঁদের গুন্ডারা হুমকি দিচ্ছে। সিনিয়র আইএএস অফিসাররা তাঁদের চাপ দিচ্ছেন। খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের।