Last Updated on July 1, 2023 8:13 PM by Khabar365Din
৩৬৫ দিন। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর প্রায় ১ মাস কাটতে চললেও এখনও শনাক্ত করা গেল না ৫২ টি মৃতদেহ। ভুবনেশ্বর এইমস সূত্রে খবর, মোট ৮১ টি দেহ শেষ পর্যন্ত অশনাক্ত অবস্থায় ছিল। এর মধ্যে বেশ কিছু দেহের একাধিক দাবিদার ছিল। পরিচয় নিশ্চিত করতে ৮১ টি দেহের-ই ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। সম্প্রতি তার রিপোর্ট পাওয়া গিয়েছে। ২৯ টি ডিএনএ নমুনা ম্যাচ করেছে। সংশ্লিষ্ট দেহের সঠিক দাবিদারদের খবর পাঠানো হয়েছে।
এই ২৯ টি দেহের মধ্যে ৫ টি ইতিমধ্যেই পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ২৪ টি মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে কিন্তু সমস্যা হল ৫২টি দেহ কোনও ভাবেই শনাক্ত করা যাচ্ছে না কারণ তাদের কোনও দাবিদার-ই পাওয়া যাচ্ছে না। এই দেহ গুলি কি করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ওড়িশা সরকার সূত্রে খবর, যেহেতু দেহের কোনও দাবিদার পাওয়া যাচ্ছে না তাই সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে তার সৎকার করতে হয় কিন্তু যেহেতু ক্ষতিপূরণের বিষয়টি জড়িত তাই আরো অপেক্ষা করা হবে।
রেলের সঙ্গেও আলোচনা চলছে। শেষ চেষ্টা হিসাবে অশনাক্ত মৃতদেহ গুলির আঙুলের ছাপ সংগ্রহ করে তা আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে কিন্তু এই প্রক্রিয়া চটজলদি সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে কবে এই ৫২ দেহের শনাক্তকরণ হবে বা আদৌও সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় তৈরী হয়েছে। রেলের একটি সূত্রের দাবি, এই ৫২ জন খুব সম্ভবত সাধারণ কামরার যাত্রী ছিলেন, ফলে রিজার্ভেশন চার্ট থেকেও এদের পরিচয় জানার উপায় নেই।