AR Rahaman Song Controversy: নজরুলের অগ্নিযুগের গান নিয়ে রহমানের অসভ্যতা, বিশ্বজোড়া ২২ কোটি বাঙালির তীব্র প্রতিবাদ

0

Last Updated on November 10, 2023 8:30 PM by Khabar365Din

৩৬৫ দিন।বিদ্রোহী গান থেকে স্ট্রেট সার্কাস।অগ্নিযুগের নজরুলগীতির সর্বসেরা গান নিয়ে ছেলেখেলা এ আর রহমানের।কাজী নজরুল ইসলামের কালজয়ী গান বদলে গেছে ‘রোমান্টিক সং’এ।এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে গোটা ভারত সহ বাংলাদেশের মানুষ।

গানটি ইউটিউবে মুক্তি পেতেই আগুন জ্বলতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে।’রহমানের নজরুল চুরি’ থেকে ‘মিনমিনে ন্যাকা’ সবই এখন ওই গানের কমেন্ট বক্সে।বিখ্যাত এই নজরুলগীতির সঙ্গে জড়িয়ে রয়েছে কত না প্রতিবাদ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

শোনা যায়, এই গানটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভীষণ প্রিয়। এত বছরে বহু সংগীতশিল্পী বহু রকমভাবে এই গানটি গেয়েছেন।তবে তার সবগুলিতেই গানের মূলভাব এবং সুর অক্ষুন্ন ছিল।কিন্তু এই গানের এরকম অশালীন ব্যবহার নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ সবাই।

এই নিয়ে নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম ও নাতনি অনিন্দিতা কাজীও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’য় ‘লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। গানের সুর পালটে দিয়েছেন রহমান। এতেই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়। এ আর রহমানের এই গান তুলে নেওয়ার দাবিতে গর্জে উঠেছে ভারতের কোটি কোটি মানুষ।