Last Updated on July 26, 2021 9:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। হ্যাশট্যাগ -অবকি বার, দিদি সরকার।
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের ফোনে আড়িপাতা কান্ড নিয়ে যখন গোটা পৃথিবী ভারতের মোদি সরকারের তীব্র সমালোচনায় সরব তখন দেশজুড়ে শুরু হয়েছে দেশের নেতা নির্বাচনের প্রক্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে সাধারণ মানুষ তৃণমূলের লোকসভার স্লোগান তুলে ধরতে ব্যস্ত, লক্ষ লক্ষ মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচারকে রিটুইট বা সহজ করে বললে প্রবলভাবে জনসমর্থন জানাচ্ছেন, সেই মুহূর্তে দিল্লিতে এসে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।