Last Updated on January 12, 2021 10:46 PM by Khabar365Din
৩৬৫ দিন। ৩৫০০ কোটি টাকা খরচ করে বল্লভ ভাই প্যাটেল এর মূর্তি গুজরাতে তৈরি করা হয়েছে, তার প্রতিবাদ করছি না। তাহলে ৩ হাজার কোটি টাকা খরচ করে কলকাতায় কেন বিবেকানন্দ বা নেতাজির মূর্তি হবে না? সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগছে।এদের মুখে রাম, আর কর্মে নাথুরাম। মুখে বিবেকানন্দ, আর কর্মে, ধর্মে ধর্মে দ্বন্দ্ব। বিজেপি জেনে নিক, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করবে না। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশাল পদযাত্রার পরে হাজরা মোড় থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এইকথা জানালেন যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একদিনের নোটিসে মিছিল করেছি। মানুষের বিশ্বাস, উচ্চাশা ও আকাঙ্ক্ষাকে তুলনা করলে অন্য রাজনৈতিক দলের মিছিল ১০-০ গোলে হেরে যাবে। এটা গুজরাত নয়, বাংলায় ধর্মে-ধর্মে বিভাজন করা যাবে না। প্রসঙ্গত, এদিন সকালে সিমলা ব্যায়াম সমিতিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বলেন, বিবেকানন্দ নারী ক্ষমতায়নের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী স্বামীজীর আদর্শ মেনে রাজ্যে নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছেন। কন্যাশ্রী রূপশ্রী এর মাধ্যমে সেই কাজ করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড বাংলার নারীদের নামে হয়েছে।স্বামীজি সকল ধর্মের সহাবস্থানের কথা বলেছেন। আপনাদের কোনও অধিকার নেই স্বামীজীর ছবি নিয়ে মিছিল করার। বর্তমান কেন্দ্রের শাসকদল দেশজুড়ে বিদ্বেষের আগুন ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাশে বসে ডোনাল্ড ট্রাম্প বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করলেন। আর প্রধানমন্ত্রী হাততালি দিলেন। প্রধানমন্ত্রীর উচিত ছিল, ডোনাল্ড ট্রাম্পের থেকে মাইক কেড়ে নিয়ে বলা, নামটা ঠিক ভাবে উচ্চারণ করুন। আমরা এত নিচে নামেনি, স্বামীজীর ছবি ব্যবহার করে বিজেপির প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতির মাঠে বুঝে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই বাংলা জিতবে। ওরা বলছে বাংলায় বাঙালীদের কোনও অবদান নেই। যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা স্বামী বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করে, তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না।