Last Updated on December 8, 2021 12:36 AM by Khabar365Din
৩৬৫দিন। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, আবার তৃণমূল যখন অন্য রাজ্যে যাচ্ছে কংগ্রেস তখন বিরোধী ঐক্য ভাঙার অভিযোগ তুলছে। কংগ্রেসই দ্বিচারিতা করছে। মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের সাংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে এমনই মন্তব্য করে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখার বার্তা দেন অভিষেক ।মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।এদিন রাজধানীতে পৌঁছে তিনি প্রথমে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাংসদদের ধরনা মঞ্চে যোগ দেন। এরপরই সংসদে তৃণমূলের লড়াইয়ের কৌশল কী হবে তা নিয়ে দলীয় সংসদের সঙ্গে বৈঠক বসেন তিনি।
সূত্রের খবর, ওই বৈঠকে অভিষেক সাংসদের উদ্দেশ্যে বলেন, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। আমরা গোয়ার মতো রাজ্যে গেলেই প্রশ্ন উঠছে বিরোধী ঐক্য নিয়ে। কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে। এর পর আমরা কোন রাজ্য যাব তা এখনই প্রকাশ্যে আনছি না। যেখানে ভালো ফল করব সেই রাজ্যই যাব। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে অভিষেক বলেন, সংসদের ভেতরে বাইরে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চলবে। জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না। সূত্রের খবর লোকসভার দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান দলকে না জানিয়েই এদিনের সংসদীয় কমিটির বৈঠকে গড়হাজির ছিলেন।