ডায়মন্ড হারবার এমপি কাপের উদ্বোধনে গিয়ে অভিষেক বললেন, ‘মাঠের লড়াই মাঠেই, বাইরে যেন ভুল না হয়’

0

Last Updated on December 10, 2021 11:06 PM by Khabar365Din

৩৬৫ দিন। মাঠের লড়াই মাঠেই থাকুক, মাঠের বাইরে যেন ভুলভ্রান্তি না হয়। সমাজে ভাতৃত্ববোধ রক্ষা করতে হবে, একে অপরের সঙ্গে মাঠের বাইরে দূরত্ব যেন না থাকে। আগামী দিনে খেলা হবে। শুক্রবার ডায়মন্ড হারবারে এমপি কাপের উদ্বোধনে এসে এ কথাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায়,মাঠের লড়াই মাঠেই থাকুক। মাঠের বাইরে যেন ভুল ভ্রান্তি না হয়। রাজনীতির ময়দানে আমরা লড়ে নেব। আমরা লড়তে জানি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে বিশেষ নজর দিয়েছেন। খেলাধুলা হল শিক্ষার অঙ্গ। তরুণ ও যুবদের মাঠমুখি করতে আমার এই উদ্যোগ। এটা প্রতি বছর চলবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিভাবান ফুটবলার আছে তাদের আলোয় আনার একটা প্রচেটা।

আমরা চাই আগামীদিনে বাংলার ফুটবলাররা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাক- ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে শুরু হল এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল। অনুষ্ঠানের উদ্বোধন করে ছাত্র যুবদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং শরীরচর্চায় জোর দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। শুক্রবার বিকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে শুরু হল এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ছিল তারকা সমাবেশ। সাংসদের উদ্যোগে ২০১৯ সালে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে প্রথম শুরু হয়েছিল এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট। সেই অনুষ্ঠানকে ঘিরে ফুটবল গ্রাউন্ড ও তার আশপাশ এলাকা সেজে উঠেছে। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে ৭৬ স্ট্যান্ড পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here