Adipurush: আবার সক্রিয় বয়কট বলিউড গ্যং, প্রভাসের আদি পুরুষের বিরুদ্ধে মামলা বাজপার

0

Last Updated on April 11, 2023 7:50 PM by Khabar365Din

৩৬৫ দিন। মুম্বই। বয়কট বলিউড ট্রেন্ড অব্যাহত। কিছুদিন আগেই দেশে কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মাঝেমধ্যেই বলিউডের সিনেমাতে বয়কট করার ট্রেন্ড বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন পৌঁছে দিতে যোগী আদিত্যনাথ এর কাছে দরবার করেছিলেন বলিউডের অভিনেতা প্রযোজকরা। আশ্বস্ত করেছিলেন যোগী নিজেও।
কিন্তু কেন্দ্রের ভাজপা সরকারের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং দেশের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে নিয়ন্ত্রণে আনা যায়নি, তার প্রমাণ মিলল আবারো। এবারে প্রভাস অভিনীত আদি পুরুষ সিনেমা বয়কট করার ডাক দেওয়ার পাশাপাশি সিনেমার প্রযোজক পরিচালক এবং মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে রীতিমতো এফআইআর দায়ের করল কট্টর হিন্দুত্ববাদীরা। যার মধ্যে রয়েছেন সক্রিয় ভাজপা নেতাও।

আদিপুরুষ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সঞ্জয় দীননাথ তিওয়ারি নামে এক ব্যক্তি নিজেকে সনাতন ধর্মের প্রচারক বলে দাবি করেছেন। মামলাকারীর পক্ষে মুম্বাই হাইকোর্টের আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রা মুম্বইয়ের সাকিনাকা থানায় এই মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), ২৯৮, ৫০০ এবং ৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে দিয়েছে ভাজপা জোট সরকার শাসিত মহারাষ্ট্রের পুলিশ।

আজ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আদিপুরুষ-এর নির্মাতারা প্রকাশ্যে আনলেন নতুন পোস্টার। যেখানে দেবদত্ত নাগকে দেখা যাচ্ছে হনুমানের ভূমিকায়। এর আগে রামনবমীতে মুক্তি পেযেছিল আদিপুরুষ-এর প্রথম পোস্টার। ওম রাউত পরিচালিত এই ছবির রামচন্দ্রের ভূমিকায় রয়েছেন প্রভাস , কৃতি শ্যানন, রাবণের ভূমিকায় সইফ আলি খান। সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে প্রভাস লিখেছেন, রামের ভক্ত আর রামকথার প্রাণ… জয় পবনপুত্র হনুমান। এর আগে একাধিকবার আদিপুরুষ-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েও তা পিছিয়ে গিয়েছে। বিতর্কে জড়িয়েছে এই ছবি। এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে কট্টর হিন্দু মৌলবাদীদের চূড়ান্ত আক্রমণের মুখে পড়ে ছবি। এরপরে ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা। কিন্তু নতুন পোস্টার প্রকাশ্যে আনার পরেও বিপত্তি। পোস্টারে রামের শরীরে নেই পৈতে, সীতার মাথায় নেই সিঁদুর-ইত্যাদি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই এই পোস্টারেও বদল আনার দাবি করা হয়েছে, দায়ের হয়েছে আইনী নোটিশ।

হিন্দুত্ববাদীদের আপত্তির কারণ

মামলাকারীর অভিযোগ, পোস্টারটিতে রামকে যে পোশাকে দেখানো হয়েছে তা রামচরিতমানসের স্বাভাবিক চেতনা এবং প্রকৃতির বিপরীত। তা ছাড়া রামায়ণের সব চরিত্রকে পৈতা ছাড়া দেখানো হয়েছে। হিন্দু ধর্মে পৈতা পরার বিশেষ গুরুত্ব রয়েছে, যা বহু শতাব্দী ধরে সনাতন ধর্মের অনুসারীরা পুরাণের ভিত্তিতে পালন করে আসছেন। এসব লঙ্ঘন করে সিনেমাটির নির্মাতা ওম রাউত হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন। সেইসঙ্গে রামায়ণে রাবণ ভিলেন হলেও তিনি হিন্দু ধর্মের পূজারী ছিলেন। অথচ আদিপুরুষ ছবিতে সাইফ আলী খানের মতো একজন মুসলমান অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে রাবণের চরিত্রে। যা ভারতের সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা কোনদিন মেনে নিতে পারবে না। এই ছবি বয়কট করার নির্দেশ দিক আদালত।