Last Updated on November 9, 2023 9:02 PM by Khabar365Din
৩৬৫ দিন। ঠিক ১ ঘণ্টা আগে ঢুকেছিলেন ইডি দফতরে। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে তাঁর কালো রঙের গাড়ি প্রবেশ করে সিজিও কমপ্লেক্সে। আর ১২টা বেজে ৬ মিনিটে দেখা গেল সাদা শার্ট আর কালো ট্রাউজার পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এদিন অভিষেক বলেন, ‘আমার কাছে লুকানোর মত কিছু নেই। ওরা যখনই আমাকে ডাকবে তখনই আসব। সবার সামনে রয়েছে এটা। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যখন আপনি রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না, তখন এজেন্সিকে সামনে এনে দিচ্ছেন। জনতা সবকিছু দেখছে। জনতা বোকা নয়। যদি এজেন্সির কাছে কিছু থেকে থাকে আপনারা সেটা কোর্টে জমা দিন। আদালতও জানতে চায়। আমি তো প্রথম দিন থেকে বলছি, যদি আবার বিরুদ্ধে কিছু থাকে তাহলে আদালতে জমা দিন।’
প্রসঙ্গ মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তার কথায়, ‘মহুয়া নিজের লড়াই নিজেই লড়তে পারেন।’
অভিষেক অভিষেক করেন, ভারতীয় জনতা পার্টির এমন অনেক সাংসদ রয়েছেন, যাঁদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে, কিন্তু সে সবের এখনও কোনও শুনানিই হয়নি। এ কথা বলতে গিয়ে ভাজপা সাংসদ রমেশ বিধুরীর প্রসঙ্গও টেনে এনে অভিষেক বলেন, ‘নতুন সংসদ ভবনে যখন অধিবেশন ডাকা হয়েছিল তখন বিজেপি সাংসদ রমেশ বিধুরী যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাতে সংসদের গৌরব নষ্ট হয়েছে।” বিজেপির এমন অনেক সাংসদের বিরুদ্ধে তো স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না বলেও প্রশ্ন তোলেন অভিষেক।