মমতা’র চিঠির উত্তরে অমর্ত’র ইমেল

0

Last Updated on December 28, 2020 10:46 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিশ্বভারতীর কিছু নব্য হানাদারদের হাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের অপমানের বিরুদ্ধে দেশের সংখ্যাগরিষ্ঠ গোঁড়ামির সঙ্গে লড়াইয়ে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে আগেই চিঠি দিয়েছিলেন ছোট বোন মমতা। নোবেলজয়ী অর্থনীতিবিদকে লেখা চিঠিতে তাঁকে সম্মাননীয় অমর্ত্যদা বলে সম্বোধন করে মমতা চিঠির শেষে প্রণামও জানিয়ে লিখেছিলেন, অনুগ্রহ করে এ দেশের আধিপত্যবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বোন এবং বন্ধু হিসেবে গণ্য করুন।শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, বাংলার সংস্কৃতি এবং মনীষীদের সম্মান রক্ষায় মমতাকে পাশে পেয়ে বিশ্বভারতীর সংস্কৃতির সঙ্গে বেমানান বৈজেপিক উপাচার্য এবং তাঁর আড়ালে থেকে অমর্ত্য সেন এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি পাচ্ছেন বলে আজ ইমেইল পাঠিয়ে ধন্যবাদ জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

অমর্ত্য সেন লিখেছেন,

স্নেহের মমতা, (যদি এই সম্বােধনের অধিকার আমার থাকে)

চিঠিতে তােমার সমর্থনের কথা জানতে পেরে আমি খুব খুশি। এই চিঠি শুধু আমাকে স্পর্শ করেনি, আমাকে আশ্বস্ত করেছে। তােমার ব্যস্ত জীবনের মধ্যেও আক্রান্ত মানুষের জন্য যেভাবে সময় বের করেছ তা প্রশংসনীয়। তােমার শক্তিশালী কণ্ঠ, যা ঘটছে তা নিয়ে তােমার উপলব্ধি আমার কাছে প্রবলশক্তির উৎসস্বরূপ। তােমার অনুভূতি পূর্ণ চিঠির উষ্ণতায় আমি অত্যন্ত আপ্লুত। যেভাবে তুমি নিজেই বিষয়টি নিয়ে এগিয়ে এসেছ, তা সত্যিই প্রশংসনীয়। তােমার সমর্থনে ভরসা পেলাম। ইতি অমর্ত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here