KIFF2023: নভেম্বর মাসে ৫ থেকে ১০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,উৎসবে যোগ দেবেন অমিতাভ-জয়া- সালমান- অনিল কাপুর

0

Last Updated on September 8, 2023 7:53 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার নভেম্বর মাসের ৫ তারিখে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সস্ত্রীক বিগ বি। প্রসঙ্গত গত সপ্তাহে রাখি পূর্ণিমায় মুম্বাইয়ের জলসায় অমিতাভ বচ্চনকে রাখি পড়াতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা।

সেখানেই অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আসেন মমতা। অন্যদিকে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শামিল হবেন সালমান খান, অনিল কাপুর সহ বলিউড ইন্ডাস্ট্রির অসংখ্য তারকারা। বৃহস্পতিবার বিধানসভায়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী।