মুখ্যমন্ত্রী আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ বাংলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে রেগিং রুখতে হেল্প লাইন, টোল ফ্রি নম্বরে ফোন করলেই সরাসরি লালবাজার

0

Last Updated on August 24, 2023 12:12 PM by Khabar365Din

৩৬৫ দিন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্ম ক্ষেত্রে র‍্যাগিং বন্ধ করতে এবারে অভিনব পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর পাশাপাশি কর্মক্ষেত্রেও র‍্যাগিং বন্ধ করতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চালু করলেন বাংলার প্রথম র‍্যাগিং বিরোধী হেল্পলাইনের। হেল্পলাইন নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে র‍্যাগিং বিরোধী হেল্পলাইনের বিষয়ে বিস্তারিত জানান কলকাতা পুলিশ কমিশনার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সিপি
বলেন, এই নম্বরটি সম্পূর্ণ টোল ফ্রি। ব়্যাগিং বা এই জাতীয় কোনও রকম অভিযোগ থাকলে যে কেউ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যজুড়ে কাজ করবে এই র‍্যাগিং বিরোধী হেল্পলাইন। উদ্দেশ্য একটাই, সমাজকে র‍্যাগিং মুক্ত করা। তবে এই কাজে পুলিশকে ১০০ শতাংশ সাফল্যে পৌঁছতে হলে সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি।

পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিল। এই ব়্যাগিং আমরা বরদাস্ত করব না। সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা কর্মস্থল। কোথাও এই ধরনের ঘটনা ঘটলে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করবেন। আপনার পরিচয় পুরোপুরি গোপন থাকবে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এই হেল্পলাইন নম্বর কিভাবে কাজ করবেন সেই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, যদি কোথাও কোনও কলেজে, কোনও ইউনিভার্সিটিতে বা কোনও কর্মস্থানে কারও উপর কোনও ব়্যাগিং কেউ করে, একটা ফোন করে ইনফরমেশন দেবেন।

আর আপনার নম্বরটা এখানে দিয়ে দেবেন। আপনার নম্বর কনফিডেনশিয়াল থাকবে। আপনার ইনফরমেশন যাতে কেউ না পায়, তারজন্য পুলিস সেফ লকার তৈরি করবে। যাতে এধরনের জিনিস না হয়। অনেক জায়গাতেই হয়। এক জায়গাতে নয়। অনেক দিন এটা বন্ধ ছিল। ইদানীং এটা বেশি বেড়েছে।
তবে প্রাথমিকভাবে লালবাজার কে হেডকোয়ার্টার করে এই হেল্পলাইন নম্বর চালু হলেও কলকাতার পাশাপাশি জেলাস্তরেও র‍্যাগিং বিরোধী হেল্পলাইন চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্যায় করবেন না। অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তবেই আমরা শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারব।