Last Updated on February 26, 2023 8:40 PM by Khabar365Din
৩৬৫ দিন | দীর্ঘ ৮ ঘন্টা জেরার পর রবিবার বিকেলে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে গ্রেফতার করা হলো দিল্লির আপ সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে | স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র এর পর তিনি দ্বিতীয় প্রথম সারির আপ নেতা যাকে গ্রেফতার করা হলো | ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো বটেই এমনকি রাজনৈতিক বিরোধীদের জোটের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে শাসক দল ভাজপা | তাই বেছে বেছে শক্ত বিরোধীদের দুর্নীতিবাজ বলে দাগিয়ে দিয়ে বৈতরণী পেরোতে চাইছে তারা | আর তাই এবার শক্ত বিরোধীদের গ্রেফতারের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে অতি কৌশলে তৈরী করা ‘ কেন্দ্রীয় পুলিশ ‘ ই ডি ও সিবিআইকে | এর আগে গত বছর মে মাসে দিল্লির আপ সরকারের স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও এই কেন্দ্রীয় পুলিশ সেই দুর্নীতির দায়ে গ্রেফতার করেছিল | এমনকি তিহার জেলে তাকে মহা তোয়াজে রাখা হয়েছে এমন ভিডিও ফুটেজে দেখিয়েছিল ভাজপা | তবে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দিল্লির বেসরকারি স্কুলদের টক্কর দিয়ে সরকারি স্কুল গড়ে তোলা ও বাচ্চাদের বিকাশে সরকারি কাজ করে দারুন জনপ্রিয় সিসোদিয়াকে দুর্নীতিবাজ বলে আলকাতরা লেপানোর কাজ অত সহজে হবে না |