Last Updated on September 14, 2021 11:49 PM by Khabar365Din
৩৬৫ দিন। আদালতের নির্দেশ বারবার অমান্য করছেন ভাজপার টকিং ডল কঙ্গনা রানাওয়াত। জাভেদ আখতারের মানহানি মামলায় বারবার আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালতে হাজির হননি কঙ্গনা। এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। এদিনও যদি আদালতে তিনি হাজির না হন তাহলে তাঁর বিরুদ্ধে জারি করা হবে গ্রেফতারি পরোয়ানা।২০২০-এর ১৯ জুলাই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে জাভেদ আখতারের যোগ রয়েছে।
এর জেরেই ২০২০-এর ৩ নভেম্বর কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা (মানহানি) এবং ৫০০ ধারায় (মানহানির জন্য সাজা) মামলা দায়ের করা হয়। তবে শুনানির দিনে তিনি হাজির হচ্ছেন না। এরকম একাধিকবারই হয়েছে। মঙ্গলবারও এই মামলার শুনানিতে আদালতে হাজির হননি অভিনেত্রী। তবে ৬দিন পরে যে পরবর্তী শুনানি রয়েছে সেখানে তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।