ভবানীপুরে দম্পতি খুনের কাণ্ডে নয়া মোড়,পুলিশের জালে আরও ২

0

৩৬৫ দিন।ভবানীপুরে দম্পতি খুনে নয়া মোড়।পুলিশের জালে আরও ২ জন।পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনের মধ্যে উত্তরপ্রদেশ থেকে বিশাল নামে একজনকে ভবানীপুরের গুজরাটি দম্পতিখুনের যোগসূত্রে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের সময় অকুস্থলে উপস্থিত ছিল বিশাল।   তবে এই হত্যাকাণ্ডে তাঁর কী ভূমিকা ছিল তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনতে চায়নি তদন্তকারীর দল। তবে ভবানীপুরের জোড়া হত্যাকাণ্ডে এই গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫।  বাকি তিনজনের নাম হল, রত্নাকর নাথ, সুবোধ সিংহ, যতীন মেহতা।প্রসঙ্গত,গত ৬ জুন ভরসন্ধেয় ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে নিজের বাড়িতেই খুন হন গুজরাটি দম্পতি।মাত্র তিনদিনে খুনের কিনারা করে পুলিশ।

ভবানীপুরের জোড়া খুনের তদন্তে নেমে সন্দেহভাজনদের নামের তালিকা তৈরি করেছিল কলকাতা পুলিশ।তালিকার একেবারে উপরদিকে ছিল মৃত দম্পতির পরিচিত, আত্মীয়দের নাম। তাদের জিজ্ঞাসাবাদ করে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।তদন্তে উঠে এসেছে, আক্রোশ মেটাতে দীর্ঘদিন ধরে খুনের পরিকল্পনা করেছিল মূল অভিযুক্ত।টাকার লোভ দেখিয়ে দলে টেনেছিল তিন প্রতিবেশীকেও।

সোমবার মূল অভিযুক্তর সঙ্গে তারাও ভবানীপুরের শাহ দম্পতির বাড়িতে গিয়েছিল।এই ঘটনায় আরও দুজনকে আটক করল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here