Vande Bharat: ভোপাল বন্দে ভারতের খাবারে আরশোলা , প্লাষ্টিক, নজরদারি বাড়ানো হল হাওড়া , শিয়ালদাতে

0

Last Updated on July 29, 2023 12:54 PM by Khabar365Din

৩৬৫ দিন।খাবারেই আরশোলা , প্লাষ্টিক | ভোপাল এর বন্দেভারতে যাত্রীদের খাবারে এসব পাওয়া যেতেই চূড়ান্ত সতর্ক হলো হাওড়া ও শিয়ালদাহ তে আইআরসিটিসির কর্তারা ।তাদের ক্যাটারিং ইউনিটএ যাতে এই ঘটনার পূর্ণরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে তাদের ।জলপাইগুড়ি বা পুরীর ট্রেনে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বুধবার থেকে চালু হয়েছে বিশেষ নজরদারি ।

চালু হওয়ার পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে বন্দে ভারত ট্রেন। ইঞ্জিনের কভার খুলে যাওয়া থেকে গরুকে ধাক্কা মেরে আটকে যাওয়া তো ছিলই এবার গোলমাল এক্কেবারে ট্রেনের ভিতরে। শুরু হওয়ার প্রথম দিন থেকে মুখেই রয়েছে বন্ধে ভারত। সব কিছুতেই নাম জড়িয়ে যাচ্ছে মোদী সরকারের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের ঝাঁচকচকে ট্রেনটির।এবার পাওয়া গেলো খাবারে প্লাস্টিকের অংশ ।আর বেশ কিছু যাত্রীর খাবারে। দুপুরের খাবারে রুটিতে পোয়াওগেলো আরশোলা। আর এর ফলেই মাথা হেঁট হয়ে গেল এই.আর.সি.টি.সির । ইতিমধ্যে ধিক্কারের শোরগোল পড়ে গেছে সারা রাজ্যে। যেই ব্যাক্তির সঙ্গে ঘটে এই বিশ্রী ঘটনা তিনি নিজের থালার ছবি তুলে টুইটারে লিখে ধিক্কার জানান এই.আর.সি.টি. সির কতৃপক্ষকে।

তিনি লিখলেন, ‘ বন্ধে ভারতে আমাকে যে খাবার দেওয়া হয়েছিল তাতে আরশোলা ছিল ‘. এইরম একের পর এক ঘটনা ঘিরে অস্থির যাত্রীরা যখন তাদের সামাজিক মাধ্যমে জানাচ্ছেন তাতে বেশ চাপের মুখে পড়তে হয়েছে রেলকে । তাদের অভিযোগ ট্রেনের যাত্রীদের জন্যেই চলছে এই প্রিমিয়াম টেনে সাফল্য তখন এই দুর্ব্যবহার কে কটাক্ষ করছে নেটিজেনরা । প্রশ্ন উঠছে প্যান্ট্রি ক্যারের গাফিলতি নিয়ে।

মানুষ ভয়ে পাচ্ছে ট্রেনের খাবার খেতে। যাত্রীদের স্বাস্থের প্রতি এই তীব্র অবহেলার কারণে বিক্ষিপ্ত সবাই।তবে এই ঘটনায় ক্ষমা চেয়ে নিলেন কলকাতার সদর দফতর থাকা এই.আর.সি.টি.সি। টুইটারে ক্ষমা চেয়ে লিখলেন রেলের ক্যাটারিং এর দায়িত্বে থাকা সংস্থা এই.আর.সি.টি.সি ।এই সমস্যার pore আর হবে না এমন আশ্বস্তও করেছে তারা | তারা দাবি করেছে এই নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে । । ভবিষ্যতে আবার এরম হবেনা বলে আশ্বস্ত করেছে এই.আর.সি.টি.সি কর্তৃপক্ষ।