অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি জানালেন আমি তৃণমূলেই ছিলাম, আছি, থাকব

0

Last Updated on December 19, 2020 12:08 AM by Khabar365Din

৩৬৫ দিন। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে আছেন এবং তিনি তৃণমূলেই থাকবেন। তার পূর্ব আচরণের জন্য তৃণমূলনেত্রীর কাছে ক্ষমা চাইবেন জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার রাতে বৈঠক করে একথাই জানালেন জিতেন্দ্র তিওয়ারি। এদিন সুরুচি সংঘের দলীয় কার্যালয় বসে অরপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পরে জিতেন্দ্র তিওয়ারি বললেন, আমি তৃণমূলই ছিলাম, তৃণমূলই আছি, তৃণমূলে থাকব। আমার কোনও ক্ষোভ নেই। কিছু ভুল বােঝাবুঝি ছিল। আমার ভুল হয়েছিল আমি শিকার করে নিচ্ছি। আমি এত বড়াে নেতা নই, যে দিদির সঙ্গে গিয়ে দেখা করব। আমায় অরপদা বলেছে, দিদি আমার কাজে কষ্ট পেয়েছে। আমি নিজে গিয়ে দিদির কাছে ক্ষমা চাইবাে। আমি দিদিকে দুঃখ দিতে চাইনি। আমি কখনাে বলিনি দল ছেড়ে চলে যাব। আমি দিদিকে কখনাে ছাড়বাে না। আমার এই উপলব্ধি আছে। আমার মুখ থেকে একবারও শুনেছেন আমি বলেছি দিদিকে মানি না ?দল ছাড়ার কথা প্রত্যাহার করে নিচ্ছি। আমার ভুল হয়েছিল। দল যেভাবে বলবে সেভাবেই কাজ করব। ভােলবদলকারীদের উদ্দেশ্যে জিতেন্দ্র তিওয়ারি ও অরপ বিশ্বাস একজোট হয়ে ভিকট্রি দেখালেন। আর মাস্টার স্ট্রোক দেওয়া অরপ বিশ্বাস বললেন, জিতেন্দ্র তৃণমূল কংগ্রেসে ছিলেন, আছেন ও থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। প্রত্যেক পরিবারে সমস্যা হয়, সবকিছু মিটে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here