Last Updated on December 12, 2021 12:12 AM by Khabar365Din
৩৬৫দিন। প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার খোয়া যাওয়া উবলো (হুবলট) ঘড়ি উদ্ধার হল অসমে। এই ঘটনায় ইতিমধ্যে ওয়াজিদ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওয়াজিদ দুবাইয়ের একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতো। এই সমস্ত মূলত হেরিটেজ বা অ্যান্টিক সামগ্রী সংরক্ষণ করে। মারাদোনার স্মৃতিবিজড়িত এবং ব্যবহার করা বহু সামগ্রী ওই সংস্থার সংগ্রহশালায় রয়েছে সেখান থেকেই চুরি যায় মারাদোনার ঘড়ি। ঘটনার তদন্তে নামে দুবাই পুলিশ। উঠে আসে ওয়াজিদের নাম। ততদিনে অবশ্য অভিযুক্ত মারাদোনার ঘড়ি নিয়ে অসমে পালিয়ে এসেছে।
তদন্তকারীরা জানতে পারেন বাবার অসুস্থতার কথা বলে চলতি বছরের আগস্টে বাড়ি ফেরার জন্য ছুটি নেয় ওয়াজিদ তারপর থেকে আর সে কাজে যোগ দেয়নি। সম্প্রতি দুবাই পুলিশের একটি দল অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া মারাদোনার হাতঘড়ির বাজারমূল্য অন্তত কুড়ি লক্ষ টাকা তবে যেহেতু এর সঙ্গে ফুটবল কিংবদন্তি মারাদোনার নাম জড়িয়ে রয়েছে তাই এর চেয়ে অনেক বেশী থাকায় এই ঘড়ি বিক্রির পরিকল্পনা করেছিল অভিযুক্ত ওয়াজিদ বলে দাবি পুলিশের। আপাতত অভিযুক্তকে জেরা করে এই গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আটো সাটো নিরাপত্তা থাকার পরেও কিভাবে সকলের নজর এড়িয়ে চুরির ঘটনা ঘটলো সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক কোন চক্রে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।