Last Updated on October 10, 2021 3:59 PM by Khabar365Din
৩৬৫ দিন। বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত ১৫টি থানা এলাকায় পুজোর সময় নিরাপত্তা জোরদার করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুরে তিনটি থানা এলাকায় পুজা মণ্ডপ লাগোয়া এলাকায় সাদা পোশাকে নতুবা পুলিসের পোশাকে স্পেশাল বাইক টিম বিকাল থেকে রাত পর্যন্ত টহল দেবে, শনিবার সকালে বারুইপুর পুলিশ জেলা সুপার বৈভব তিওয়ারী এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান। বৈঠকে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু সহ অন্য পুলিশ কর্তারা। এদিন পুলিশ জেলার পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি বিষ্ণুপুরে সম্প্রীতি হলে পুজো কে ঘিরে মানুষের সুরক্ষার জন্য আস্থা আপ এর উদ্বোধন করেন ডায়মন্ডহারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়,ছিলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়, এদিন বারুইপুর পুলিশ সুপার বলেন, জেলা জুড়ে ১৪০০ টি পুজো হচ্ছে।
বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, জয়নগর, ক্যানিং এর প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ৭ জন ডি এস পি, ১৮ জন ইন্সপেক্টর, ১৫০ জন সাব ইন্সপেক্টর, ১৪০ জন এ এস আই, ৫০০ কনস্টেবেল, ১০০ হোমগার্ড, ২৫০০ সিভিক পুলিশ ৪০০ জন অস্থায়ী হোমগার্ড মোতায়েন থাকবে। মানুষদের সহায়তার জন্য ৪২টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হবে। অন্যদিকে, বিষ্ণুপুর এ সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বলেন, পুজোয় অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তি জাগরিত হোক.. মানুষ যে কোনো সমস্যায় পড়লে পুলিশ এর আস্থা আপে যোগাযোগ করবে. ডায়মন্ডহারবার পুলিশ জেলায় এই প্রথম এই উদ্যোগ নেওয়া হল।