Last Updated on September 18, 2021 11:19 PM by Khabar365Din
৩৬৫ দিন। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই হবে বিজেপি বনাম ভারতবাসী। এই মুহূর্তে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ভবানীপুরের নির্বাচন শুধুমাত্র একটি বিধানসভা উপনির্বাচন নয়, বি দিয়ে যেমনি ভারতবর্ষ হয়, ঠিক তেমনি বি দিয়ে ভবানীপুর। এই নির্বাচন বিজেপির একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ভারতবাসীর প্রতিবাদের নির্বাচন। মনে রাখবেন ভবানীপুর জিতলে সেই জয় মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের নয়, এই জয় ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী মানুষের। কারণ দেশের মানুষ বুঝে গিয়েছেন বিজেপিকে হারানোর ক্ষমতা রয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবেই ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে প্রচারে নেমে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা এঁকে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হুঁশিয়ারি, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের ভোটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। প্রায় প্রতিদিন উত্তর প্রদেশ থেকে শুরু করে হরিয়ানা এবং গুজরাটের বহু নেতা যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। বিজেপির ওপরে দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন। আমাকে তিন মাস সময় দিন, দেখবেন আর কি কি চমক অপেক্ষা করছে।
আজ ভবানীপুরের লক্ষীনারায়ন মন্দিরে পুজো দিয়ে এলাকার বাসিন্দাদের নিয়ে ঘরোয়া বৈঠক ভাজপা শাসনে দেশের ক্রমাগত অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অবনতির ছবি তুলে ধরেন অভিষেক। ওই বৈঠকে ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। যেকোনো নির্বাচন এলেই যেভাবে ভাজপা নেতারা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে, তার তীব্র নিন্দা করে অভিষেক বলেন, বিজেপি শুধু বলছে তিনটে জিনিস – হিন্দু, মুসলমান আর পাকিস্তান। আমি নিজে পৈতেধারী ব্রাহ্মণ। বিজেপি নেতাদের কাছে আমাকে হিন্দুত্বের সার্টিফিকেট নিতে যেতে হবে না। দলের নাম করে কোন দাদাগিরি আমি বরদাস্ত করবো না। এই ধরনের অভিযোগ পেলে তাকে ছুঁড়ে ফেলে দেবো দল থেকে।