যোগীর পুলিশের বিরুদ্ধে চাঞ্চল‍্যকর অভিযোগ এনে ফেসবুক লাইভে আত্মহত‍্যা অযোধ‍্যার পুরোহিতের

0

Last Updated on May 3, 2023 11:30 AM by Khabar365Din

৩৬৫ দিন। হেনস্থা করছে পুলিশ, এই ভাবে বাঁচা যায় না! পুলিশের বিরুদ্ধে চাঞ্চল‍্যকর অভিযোগ এনে ফেসবুক লাইভে আত্মহত‍্যা অযোধ‍্যার পুরোহিতের। গোটা ঘটনায় তীব্র সোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। যোগী রাজ‍্যের পুলিশি অত‍্যাচার নিয়ে সরব হয়ে বিরোধীদের অভিযোগ, ভাজপা শাসিত উত্তরপ্রদেশে আগে সংখ‍্যালঘুরা সুরক্ষিত নয় বলে বার বার সামনে আসত অভিযোগ, এখন তো দেখা যাচ্ছে হিন্দু পুরোহিতদের-ও নিস্তার নেই। আসলে উত্তরপ্রদেশ পুলিশ রাজ‍্যে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। যাকে যখন খুশি গুলি করে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে গিয়ে অত‍্যাচার করা হচ্ছে। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চুপ, তা নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

স্থানীয় সূত্রে খবর, চলতি বছর জানুয়ারিতে আচমকা নিখোঁজ হয়ে যান অযোধ‍্যার নরসিংহ মন্দিরের পুরোহিত ৮০ বছরের রামশরণ দাস। ওই পুরোহিতকে অপহরণের অভিযোগে সম্প্রতি নরসিংহ মন্দিরের-ই আর এক পুরোহিত ২৮ বছরের রামশংকর দাসকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকে পাঠায়। অভিযোগ, জেরার নামে তাকে মারধর সহ নানা ভাবে হেনস্থা করে পুলিশ। এরপর ফেসবুক লাইভ করে নিজেকে নির্দোষ বলে দাবি করে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তিনি। লাইভ করতে করতেই আত্মহত‍্যা করেন তিনি।

অযোধ‍্যার একজন পুরোহিত পুলিশি অত‍্যাচারের অভিযোগ এনে আত্মহত‍্যা করার ঘটনা ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল‍্য ছড়ায়। যদিও পুলিশি হেনস্থার অভিযোগ উড়িয়ে কোতয়ালি থানার এস এইচ ও জানান, মন্দির সংলগ্ন পুরোহিতদের থাকার ঘর থেকে রামশংকরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাইরে থেকে দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। মৃত‍্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ব‍্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন, অতিরিক্ত মাদক সেবন করতেন। এর জেরেই সে আত্মহত‍্যা করে। পুলিশি জেরার প্রসঙ্গে তার সাফাই, রুটিন জিজ্ঞাসাবাদের জন‍্য ডাকা হয়েছিল। হেনস্থার কোনও ঘটনা ঘটেনি।