বাক্স প্যাটরা গুছাইয়া ট্রেনযোগে বাবুলবাবু’র কলিকাতায় আগমন, বাঙালিকে প্রধানমন্ত্রী ভরসা করেন না

0

Last Updated on September 30, 2021 12:22 AM by Khabar365Din

৩৬৫ দিন। “প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে কোনও ক্যাবিনেট মিনিস্টারের কথা তো ছেড়েই দিন, বাংলা থেকে কোনও ইন্ডিপেন্ডেন্স চার্জ মিনিস্টারও করা হয়নি। তাই কোথাও মনে হয়েছে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাঁদের উপর কোনও একটা অসামঞ্জস্য হচ্ছে।” বুধবার দিল্লি থেকে হাওড়া ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন তিনি বলেন, “৭ – ৮ বছরের যে দিল্লি যাত্রা সেখানে মনে হয়েছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে কোনও ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, বাংলা থেকে কোনও ইন্ডিপেন্ডেন্স চার্জ মিনিস্টারও করা হয়নি। আমার কথা বলছি না।

আলুওয়ালিয়াজি অনেক সিনিয়র মানুষ। কংগ্রেস থেকে এসেছেন। তাঁকেও কোনও ইন্ডিপেন্ডেন্স চার্জ দেওয়া হয়নি। তাই কোথাও মনে হয়েছে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাঁদের উপর কোনও একটা অসামঞ্জস্য হচ্ছে। তাই মনে হয়েছে বাংলায় মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারব।” ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয় নিশ্চিত তাও জানান বাবুল। তিনি বলেন, ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না যেখানে দিদি দাঁড়িয়ে আছেন। মমতা বন্দোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। বাংলার মানুষ পরপর তিনবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে জিতবেন এটা স্বাভাবিক ব্যাপার। এদিন বাবুল দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে ফেরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here