Last Updated on October 21, 2021 11:31 PM by Khabar365Din
৩৬৫দিন। আমি ভয় পাইনি, আজও পাইনা। বিজেপি থেকে যিনি আমাকে নৈতিকতার জ্ঞান দিচ্ছেন তাঁকে বলবো, নিজের বাড়ির অন্দর থেকে পাঠটা শুরু করতে। বিজেপি একটা কাঁকড়া ভর্তি দল। সাংসদ পদ ছাড়ার পর আরও একবার ভাজপা নেতা শুভেন্দুকে নাম না করে তীব্র আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। ফেসবুক পোস্টে বাবুল বলেন, আমাকে নৈতিকতা নিয়ে জ্ঞান দেওয়ার আগে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আমি যা করতে পেরেছি তা আগে করে দেখাক তারপর যা বলার বলুক। শুধু শুভেন্দু বা অধিকারী পরিবার নয় সদ্য-প্রাক্তন দলকেও তুলোধোনা করেন বাবুল।
তিনি বলেন, যারা নিজেদের প্রকৃত কর্মীদের সাথে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমানি করে আর বহিরাগতদের চার্টার্ড প্লেনে চড়ায়, সেই বিজেপির জন্য ২০১৪ থেকে যেটুকু করেছি তাতেও আমি যেমন গর্বিত, আজ অন্যায়ের প্রতিবাদ করে আড়াই বছর বাকি থাকতেও বিজেপির টিকিটে বিজেপির জন্য জেতা সাংসদ পদ নির্দ্বিধায় ছেড়ে দিতে পেরেও আমি সমান গর্বিত। আড়াই বছর বাকি থাকা সত্ত্বেও বিজেপির হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে দিতে একটুও দ্বিধা করিনি ১৯৯২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিরাপদ চাকরি ছেড়ে বম্বে যাওয়ার সময়ও আমি ভয় পাইনি, আজও পাইনা সাংসদ পদ ছেড়ে ভাজপাকে নিশানা বাবুলের, বিজেপি কাঁকড়া ভর্তি দল