নবান্ন থেকে বেরিয়ে বাবুল জানালেন,সব বরফ গলে গেছে, দিদি আমায় পুজোর জন্য গান গাইতে বললেন

0

Last Updated on September 21, 2021 12:02 AM by Khabar365Din

৩৬৫দিন। দিদির ভালবাসা, উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। মন খুলে কাজ করতে পারব, মন খুলে গানও গাইতে পারব।পুজোর জন্য দিদি আমায় একটা গানও গাইতে বলেছেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথাই জানালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন দুপুর ৩ টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে প্রায় দুপুর দেড়টা নাগাদ নবান্নে পৌঁছে যান বাবুল। এরপর প্রায় আধঘন্টা বাবুলের সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা। এরপরই নবান্ন থেকে বেরিয়ে এসে বাবুল সুপ্রিয় বলেন,বরফ সম্পূর্ণ গলে গেছে। দিদি ও অভিষেকের ভালোবাসা পেয়ে খুব ভালো লেগেছে। উপহার হিসেবে আমাকে আমার বাবার জন্য এইটা বই দিয়েছে দিদি। পুজোর সময় গান নিয়ে কথা হয়েছে। আমায় যা দায়িত্ব দেবে তা আমি পালন করব।

আগেও একাধিকবার দিদির সঙ্গে আমার দেখা হয়েছে। বিভিন্ন বিষয় কথা হয়েছে। এদিনও তাই হল।নেতাজি জন্ম শতবার্ষিকী আমরা পাশেই বসে ছিলাম কি কি ইন্সট্রুমেন্ট বাজিলো সেই নিয়ে কথা হয়েছিল তখন। দিদিকে দিয়ে আমাকে একটা গান গাইতে বলে আমার কোন আপত্তি নেই। মুখ্যমন্ত্রী ও বাবুলের সাক্ষাতে উঠে আছে মুড়ি প্রসঙ্গ। বাবুল বলেন,এখন দেখা গিয়েছে মুড়ি খেলে মোটা হয়ে যাচ্ছে। ইউরিয়া মেশানো হচ্ছে মুড়িতে। তাই দিদি সেই মুড়ি খেতে বারণ করেছেন। উনিও খাচ্ছেন না। গ্রামের মুড়ি উপকারী বেশি।মোট হয়ে যাচ্ছি বলে আমাকে ভাত খেতে বারণ করেছন। প্রসঙ্গত তৃণমূলে যোগ দেওয়ার পর গত রবিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করেন বাবুল সুপ্রিয়। সেই বৈঠকেই আসানসোলের সাংসদ জানিয়ে দিয়েছিলেন, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই মঙ্গলবার তিনি দিল্লি যাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here