Last Updated on December 20, 2021 11:57 PM by Khabar365Din
৩৬৫ দিন। শ্রীরামপুরে শীতের মার্কেটিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাত বছরের এক শিশু সহ বালির নিশ্চিন্দার দুই গৃহবধূ। গত ১৫ ডিসেম্বর বুধবার হাওড়ার বালির নিশ্চিন্দা থানা এলাকার আনন্দনগর লোকনাথ মন্দির অঞ্চলের ওই ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর পুলিশ জানতে পারে ঘটনার দিনই এরা মুর্শিদাবাদ চলে গিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, বাড়ি সংস্কারের জন্য এসেছিল দুই রাজমিস্ত্রি। এদের সঙ্গেই পালিয়ে যান বালির নিশ্চিন্দার নিখোঁজ দুই গৃহবধূ। সাত বছরের শিশু সহ দুই গৃহবধূ নিখোঁজ মামলার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রথমে এরা তিনজন তাদের মুর্শিদাবাদে যায়। এরপর তারা পালিয়ে যায় মুম্বইয়ে। মোবাইল টাওয়ার লোকেশন দেখে পুলিশ তাদের অবস্থান জানতে পারে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পাঁচ থেকে ছয় মাস আগে ওই দুই গৃহবধূর শ্বশুরবাড়িতে ঘর সংস্কারের কাজে এসেছিলেন ওই দুই রাজমিস্ত্রি। সেখান থেকেই এরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, বুধবার ১৫ ডিসেম্বর বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনন্যা কর্মকার (বড় বউ ), রিয়া কর্মকার ( ছোট বউ ) এবং বাড়ির একমাত্র ছোট সদস্য আয়ুষ কর্মকার ( ছোট বউয়ের ছেলে ) শীতের মার্কেটিং এর জন্য শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন বাড়ি থেকে। সেদিনই দুপুর তিনটের পর থেকে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। পরে স্থানীয় নিশ্চিন্দা থানায় একই পরিবারের তিন সদস্যের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছিল এদের শেষ অবস্থান শ্রীরামপুরে পাওয়া গিয়েছে গত ১৫ তারিখ পর্যন্ত। এরপর পুলিশ তদন্তে নামে। পুলিশ আরও জানায় এরা মুম্বইয়ের কোথায় আছে তা জানার চেষ্টা করা হচ্ছে। মুম্বইয়ে দুই গৃহবধূকে কেন নিয়ে যাওয়া হল সেই নিয়ে চিন্তায় পুলিশ। তবে দুই রাজমিস্ত্রির পুলিশের খাতায় কোনও অপরাধের মামলা নেই বলে জানিয়েছে।