ইচ্ছেমত ব‍্যাঙ্ক কোনও অ্যাকাউন্টকে জাল বা ভুয়ো ঘোষণা করতে পারবে না, রায় সুপ্রিমকোর্টের

0

Last Updated on March 27, 2023 8:40 PM by Khabar365Din

৩৬৫ দিন। ইচ্ছেমত ব‍্যাঙ্ক কোনও অ্যাকাউন্টকে জাল বা ভুয়ো ঘোষণা করতে পারবে না। রায় দিয়ে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। সম্প্রতি রিজার্ভ ব‍্যাঙ্ক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিতকরণ নিয়ে নির্দিষ্ট নীতি ঘোষণা করে। ব‍্যাঙ্কগুলিও সেই নীতি মোতাবেক নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে ভুয়ো বা বেআইনি ঘোষণার তোড়জোর শুরু করে। কিন্তু এই ভাবে ব‍্যাঙ্ক কথায় কথায় খেয়াল খুশিমত কোনও অ্যাকাউন্টকে ভুয়ো বলে দাবি দাগিয়ে দিতে পারে কিনা তা নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। এদিন সেই মামলার রায়ে ব‍্যাঙ্কগুলোকে এই নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেন, কোনও ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট ভুয়ো কিনা সে ব‍্যাপারে একশ শতাংশ নিশ্চিত হতে হবে। মনে রাখতে হবে কোনও ব‍্যাক্তির ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট বেআইনি ঘোষণার অর্থ তার গুরুতর নাগরিক অবনমন।

ভবিষ‍্যতে যদি অভিযোগ মিথ‍্যে প্রমাণ হয় তবে সেই ব‍্যক্তির সামাজিক সম্মানহানি হবে। তাই যার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ জাগছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তার বক্তব‍্য শুনতে হবে তারপরেই কোনও সিদ্ধান্ত নেবে ব‍্যাঙ্ক। একতরফা কোনও কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আইন অনুযায়ী দ্বিতীয়পক্ষের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্তে যাওয়া যায় না। আরবিআই সার্কুলারকে সাধারণ ন্যায়বিচারের নীতিকে বাদ দিয়ে গ্রহণ করা উচিত নয়। ওয়াকিবহাল মহলের মতে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সন্দেহের বশে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন ব‍্যক্তি বা প্রতিষ্ঠানের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে তথ‍্য চাইলেই ব‍্যাঙ্ক গুলি সেই অ্যাকাউন্ট গুলোকে ভুয়ো’র তালিকায় ফেলে দিচ্ছে। অভিযোগ প্রমাণের আগেই এই পদক্ষেপ ব‍্যাক্তির অর্থনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকে। শীর্ষ আদালতের এদিনের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।