বিশ্বের ইতিহাসে প্রথম

0

Last Updated on February 25, 2021 9:40 PM by Khabar365Din

৩৬৫দিন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সকালে হাজরার বাড়ি থেকে নবান্নে ইলেকট্রিক স্কুটি করে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিনব প্রতিবাদ কে স্বাগত জানায় সারা কলকাতা ও বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রচুর আন্দোলনে এক দুবার বাইকে করেও ঘুরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বাইক চোরে নীরব প্রতিবাদ করলেন। ঠিক একইভাবে বিকেলে ৫.২৫ মিনিটে স্কুটি চালিয়ে নবান্ন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ফেরার সময় প্রায় ১০ কিমি পথ নিজের স্কুটি চালিয়ে বাড়ি ফিরলেন। অন্যরা স্কুটি চালাতে সাহায্য করলেও নিজে অনেকটা আয়ত্ত করে নিয়েছেন। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও তার সিকিউরিটি। বাইক চালাতে না। জানলেও চেষ্টা করেছেন বাইক চালানাের। সন্ধ্যে সাড়ে ছটায় বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী জানান প্রথমবার আমি স্কুটি চালালাম। একদিনে যদি আমি এতটা শিখ তে পারি তালে পুরােটা শিখতে বেশি দিন লাগবে না। তারপর আমি যে কোন জায়গা একা একাই স্কুটিতে করে এদিক ওদিক চলে যাব। কেউ ধরতে পারবেনা আমাকে। ধন্যবাদ জানাই মা মাটি মানুষ দের। স্কুটি করে ফেরবার সময় মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানায় পেট্রোলের দাম বাড়লাে কেন মােদি জি জবাব চাই জবাব দাও। কালীঘাট পৌছে মুখ্যমন্ত্রী বললেন, ‘বিশ্বের বাজারে অপরিশােধিত তেলের দাম ৫০ শতাংশ কমেছে, তারপরেও মােদি সরকার দাম বাড়িয়ে চলেছে। এটা একটা গভীর ষড়যন্ত্র। আজকের নীরব প্রতিবাদে কলকাতার মেয়র ফিরহাদকে ডেকেছিলাম, ফিরহাদ আমার সঙ্গে ছিল। বিশ্ববাজারে অপরিশােধিত তেলের দাম কমেছে, কিন্তু দেশে তেলের দাম বেড়ে চলেছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। মােদি সরকার ক্ষমতায় আসার আগে গ্যাসের দাম ৪০০টাকা ছিল, সেটা বেড়ে এখন ৮০০ টাকা হয়েছে। একটা পরিবারে ২ টো করে সিলিন্ডার লাগে, কী করে ১৬০০ টাকা খ রচ করবে। কেরােসিনের দামও বেড়েছে। যে ৪ হাজার কোটি টাকা কেরােসিনের জন্য ভর্তুকি দেওয়া হত, এই বাজেটে সেটাই প্রত্যাহার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here