Last Updated on February 10, 2021 12:13 AM by Khabar365Din

৩৬৫ দিন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার কৃষকদের উন্নতির জন্য যে মাটি উৎসবের সূচনা করেছিলেন মমতা, আজ তার উদ্বোধনে মোদি সরকারের কৃষক বিরোধী নীতি নিয়ে তীব্র আক্রমণ করে বলেন, জোর করে বর্গীরা এসে সব শস্য তুলে নিয়ে যাবে। চাষিরা চোখের জল ফেলবে। বাংলার কৃষকরা সবচেয়ে বেশি ধান উৎপাদন করেন। আর ভারত সরকার সহায়ক মূল্যে গত বছর বাংলা থেকে ধান কিনেছিল ৭৬ হাজার টন। সেখানে উত্তরপ্রদেশ থেকে ৭১ লক্ষ টন, অন্ধ্রপ্রদেশ থেকে ৮২ লক্ষ টন, পাঞ্জাব থেকে ১৬৩ হাজার টন। সেখানে বাংলা থেকে এক লক্ষ টনও ধান কেনে নি। আর আমাদের সরকার ৪৯ লক্ষ টন ধান কিনেছে। বাংলার কৃষককে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে। চিন্তা করার কোনো কারণ নেই। চাষিদের ধান চাষিদের কাছ থেকে কিনবে সরকার। অভাবি বিক্রি বন্ধ করতে আমরা বলি ধান দিন চেক নিন।
তিনটে কৃষি আইন বাতিলের জন্য কৃষকরা আন্দোলন করছেন। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লী সহ বিভিন্ন এলাকার চাষিরা আন্দোলন করছেন। আমি নিজে চার থেকে পাঁচ বার চাষিদের সাথে কথা বলেছি।

কৃষকরা ধান সহ শস্য উৎপাদন করবেন। আর তা জোর করে আদানিবাবুরা কিনে নেবে। দিল্লিতে বড়ো বড়ো গুদাম বানিয়েছে। এবছর জুন মাস থেকে ৬ হাজার টাকা করে পাবেন কৃষকবন্ধু প্রকল্পে। উন্নয়নের কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারচুয়ালি ৫০০ কোটি টাকার প্রোজেক্ট এর উদ্বোধন করা হয়েছে। মাটি গাঁথা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৫৫ টি রাস্তার সহ ফায়ার স্টেশন, জল প্রকল্প, সেতু, গোডাউন সহ অনেক কিছু তৈরি করা হয়েছে। ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। ৭৩ লক্ষ কৃষক কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আসবেন। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছি। জুন মাসের পরেও বিনা পয়সায় রেশন পাবেন। তাই বারবার দরকার মা মাটি সরকার। ভাজপা দাঙ্গাবাজ পাটি। সাধারণ মানুষের উপর অত্যাচার করে।